আমাদের কথা খুঁজে নিন

   

এই ছত্রগুলোর কোন কন্টেন্ট নেই-২

শেষ বলে কিছু নেই

মাঝে মাঝে আমার চেয়ে আমার ছবিগুলোকে বেশি জীবন্ত মনে হয়; কবে কোন্ কনে দেখা আলোয় বুধানীলকান্তের মন্দিরে একটা স্ন্যাপ- কাঠমান্ডুতে। অথবা ক্লিক করেছিলাম বাতাবী লেবু গাছের নীচে- গ্রামের বাড়িতে, তাই ছবি ঘিরে ইতিহাস কিংবা পূর্বপুরুষের সংলাপ... ইতিহাসহীনতা ভাল কখনো সখনো। কেননা স্মৃতির স্ফুলিঙ্গ মগজের মহাকাশে বিষ্ফোরণ ঘটিয়ে দিলে শেকড় ছিড়ে বৃক্ষরা সওয়ার হয় সৃষ্টিশীলতার পঙ্খীরাজ ঘোড়ায় পঙ্খীরাজ কোথায় যায়- মণিমুক্তোর দেশ ঘুরে পদ্যের ঘরে হানা দিলে রূপসীরা কর্পূরের মত উবে যেতে থাকে ঢাকায় প্যারিসে ওকলাহোমায়... শেকড়হীনতা ভাল কখনো সখনো। কবে কোন ধানরূপসীর সোঁদা হাত ছুঁয়েছিল ধেনো এক কিশোরের নাক জীবনের বিষম কাদা-মাটিতে পিছলে পড়ে যেতে যেতে অথবা হায়! গৃহপালিত লাবণ্যের দমবন্ধ জলো উষ্ণতায় তলিয়ে যেতে যেতে... সেই সোঁদা হাত এসে টেনে তুলে বসিয়ে দেয় রংধনুর আশ্চর্য সোফায়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।