আমাদের কথা খুঁজে নিন

   

EDUICON.COM নিয়ে এল বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য সাজানোর সহজ সমাধান।

অনয়। সম্প্রতি এইচ এস সি পাশ করেছে। জি পি এ খুব ভালো না। খুব ই টেনশন এ আছে কোন সরকারি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে। জি পি এ কম হবার কারনে ঢাকার ভার্সিটি গুলোকে বাদ দিয়েই চিন্তা করছে।

কিন্তু সমস্যা হল ঢাকার ভার্সিটি এবং গুটিকয়েক বাইরের ভার্সিটি ছাড়া অন্য সরকারি ভার্সিটি গুলোর কোন তথ্যই সময় মত পাওয়া যায়না।
অঙ্কুর। ডবল জি পি এ ৫ পাওয়া ছাত্র। ঢাকা ভার্সিটি আর মেডিকেল এর জন্য তুমুল খাটাখাটনি করছে। কিন্তু এগুলোতে চান্স না হলে কি করবে, তার জবাব দিতে পারলনা।

এমন ই হাজারো পরীক্ষার্থী প্রতিনিয়ত সমস্যা মোকাবেলা করে।
বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা চৌত্রিশ টি। জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাদ দিলে এই সংখ্যা বত্রিশ। এইচ এস সি এর পরেই শুরু হয়ে যায় ভর্তি যুদ্ধ। সম্মান শ্রেণীতে আসন সঙ্খ্যার বিপরীতে প্রায় দশ গুন আবেদন জমা পড়ে প্রতি বছর।

একজন ভর্তিচ্ছু একসাথে অনেক গুলো বিশ্ববিদ্যালয়ে আবেদন করে থাকেন। যার ফলে তাদের প্রতিনিয়ত চোখ রাখতে হয় বিভিন্ন তথ্য মাধ্যমে। যাতে অপচয় হয় মূল্যবান সময়ের। থাকে তথ্য না পাবার বিভ্রাট। সাজানো গোছানো ভাবে না আবেদন করায় অনেক পরীক্ষাই দেওয়া হয়ে ওঠেনা।

ফল অর্থ অপচয়।
এই সমস্ত ভর্তি আবেদনকারীদের বিভিন্ন সমস্যার কথা বিবেচনা করে এডুআইকন নিয়ে এল সহজ সমাধান। পরীক্ষার্থী দের জন্য আমরা Application Alert সার্ভিস চালু করেছি। যাতে করে এক যায়গা থেকেই সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত সকল তথ্য, আবেদনের সংখ্যাসহ সকল তথ্য নিজের মত করে সাজিয়ে নিতে পারেন। এতে করে সকল আবেদনকারী প্রতি মুহূর্তে জেনে নিতে পারবেন কোন বিশ্ববিদ্যালয়ে কখন পরীক্ষা।

নিজের পরিকল্পনা সাজাতেও সুবিধা হবে যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন। এতে যেমন সময় বাঁচবে সেই সাথে নিশ্চিন্ত মনে পরিক্ষার প্রস্তুতুতি নিতে পারবেন। আর এই সব সেবাই পাচ্ছেন একদম বিনা খরচে।
সবাই ফ্রী রেজিস্ট্রেশন করে এই সুবিধা উপভগ করুন এই লিঙ্ক থেকে, http://www.eduicon.com/hsc/

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ২৯১ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।