আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তান এর হারার কারন ম্যাচ ফিক্সিং এই নেন প্রমান

আমি আমার মত,

মেস এ থাকার এই এক পেইন আপনার দিনে আপনাকে বাজার করতেই হবে তা সে রোদ বৃষ্টি যাই হোক । তো গত পরশু আমার বাজারের ডেট ছিল , সন্ধায় একটা কাজ থাকায় ৪ টার দিকে পারার বাজারে হাজির হইলাম বৃষ্টি মাথায় করে , বাড়ির আন্ডার গ্রাউন্ড ভারা নিয়ে কয়েকটা লোক মিলে বাজার বসাইছে , বেশিরভাগ দোকানদারি চেনা । বাজারে ঢুকেই সুনলাম তরকারি ওয়ালা ছেলেতা মুরগি ওয়ালা কাকাকে বলছে কাকা কত হইল রান , সে বলে ১৩৪ । ছেলে তা এটা সুনে আমার তরকারি মাপা শুরু করলো। তো আমি লক্ষ করলাম সে তরকারি মাপে আর একটু পর পর টার মোবাইল এর দিকে তাকায় । তো আমি জিজ্ঞেস করলাম কি রে তোর মোবাইল এ কি টিভি দেখা যায় নাকি ? সে বলে না , তবে ভাই ইন্টারনেটে খেলার রান দেকছি । শুনে তো আমি পুরা তাস্কিত , কয় কি হালায় ? তার পর আবার দেখলাম পাকিস্তানের রান বারলে কেউ কেউ সেই খুশি হয় , আবার জিম্বাবুয়ে ভালো বোলিং করলে কেউ সেই খুশি হয় । ব্যাপার টা দেখে তরকারি ওয়ালা ছেলেটাকে জিজ্ঞেস করালাম , ওই ক্রিকেট নিয়ে এইখানে কি হইতাছে , তাই বল তো ? সে গলা নামায় আমারে বলে ভাই বাজি ধরছি এই ম্যাচ নিয়ে , পাকিস্তান যদি ১৫৫ এর বেশি করে তো টাকা আমি পাবো আর এর কম করলে কাকা টাকা পাবে । আমি কইলাম কত বাজি ধরেছিস? ৫০০ টাকা । তাই তো বলি পাকিস্তান কাল ক্যান হারল আর আমি সেই মজা পাইলাম

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.