আমাদের কথা খুঁজে নিন

   

আহ্বান

পরাঞ্জয়ী...

কবি, একটা কবিতা লিখতে বলেছিলাম। কবিতা নয় ঠিক! মহা কাব্য। তার প্রত্যেক লাইনের যতিচিহ্ন হতে হবে "জীবন"। প্রত্যেক লাইনে থাকবে ভালবাসার ছন্দ! সে বুঝি এতই কঠিন ছিল? শারীরিয় মহাকাব্য লিখতে গিয়ে জীবনটাকে পেছনে ফেলে চলে গেলে। তুমি হলে বস্তুবাদী, আর আমি জীবন থেকে বস্তুটাকে বাদ দিয়ে ভাবের জগতে বাস করি! আমাতে তোমার পোষাবে কেন?! তোমার শূন্য ঘর সে শূন্যই থাক, তাতে তোমার অনুতাপ নেই! সন্ধ্যাবেলা কেউ দীপ না জ্বালুক তাতেও আপত্তি নেই।

আপত্তি শুধু গভীর রাতে পরিপাটি এক শরীরের অভাবে! শরীর চর্চায় এত পান্ডিত্য কোথায় পেলে বলতো! আচ্ছা থাক তবে অভিমানের তীব্র জ্বালা। এস সত্যের দুয়ার খুলে দেই। আজ তোমায় কথা দিলাম,আমি রোজ সন্ধ্যায় দীপ জ্বেলে অপেক্ষায় থাকব, শূন্য ঘরে আঁচল পেতে পথ চেয়ে থাকব। তুমি এস। ক্ষমা প্রার্থী হয়ে দুই হাতের তালুতে ক্ষয় না হয় নাই ধরালে, আমি তোমার অপঘাতি অন্যায়গুলোকে অনেক আগেই আমার ত্রিসীমানায় উঠতে সাফ বারন করেছি! ওদের হয়ে তোমার অনুতাপের তাই কারন দেখিনা।

ভাল যদি ঘুনাগ্রেও বাস, তবে পরিতাপের কদর্যতায় তাকে মলিন কোরনা কিছুতেই! যা কিছু তোমার সে তো তোমারই! তাকে আপনার ভেবেই বুকে টেনে নিও! এ আমার অঞ্জলী ভাব কিংবা অর্ঘ্য, তাই ই সই! তোমাতে যেদিন আমার অভাবটুকু জ্বালা ধরাবে সেদিনই কেবল তুমি যথার্থই বুঝবে ভালবাসার বাজার দর! সেদিনের জন্যই আমার আজকের এত আয়োজন! সেদিন তুমি এও বুঝবে মাঝ রাতের প্রস্তুত কাব্যের সুরে কত সঞ্জীবনী! আমি প্রতীক্ষায় থাকলাম আমারই সৃষ্ট মহাকব্যের সমাপণী গানের শেষ অন্তরায়! কবিতা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।