আমাদের কথা খুঁজে নিন

   

নেতার নির্দেশ মান্য করা যাবে কেবলমাত্র ন্যায় সঙ্গত কাজে--

আমি আমার স্বল্প জ্ঞান থেকে আপনাদেরকে কিছু শেয়ার করতে চাই এবং আপনাদের কাছ থেকে মূল্যবান কিছু নিতে চাই।

" বিসমিল্লাহির রহমানির রহিম। " শাসন ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির আনুগত্য করার নির্দেশ মহান আল্লাহ প্রদান করেছেন। কিন্তু সে নির্দেশ কার্যকরী করা যাবে কেবলমাত্র ন্যায় সঙ্গত কাজে। অন্যথায় সে নেতার নির্দেশ মান্য করা ইসলামি শরীয়াতে অবৈধ।

ইমাম বুখারী যুদ্ধ অধ্যায়ে আনসারদের অভিযান নামে একটি শিরোনাম বেধেঁছেন। সেখানে দেখা যাচ্ছে, রসুল (সঃ) আবদুল্লাহ বিন হুযায়ফা বিন কায়েস বিন আদী আল-সাহমীকে সেনাপতি করে এক সৈন্য বাহিনী প্রেরন করেন এবং তিনি তাঁদেরকে নেতার আনুগত্য করার নির্দেশ প্রদান করেন। বিশেষ কারনে তিনি ক্ষুদ্ধ হন। তিনি বলেন, নাবী (সঃ) কি তোমাদেরকে আমার আনুগত্য করার নির্দেশ দান করেননি? তাঁরা সমস্বরে বলেন,হ্যাঁ । তিনি আদেশ করেনঃ আমার জন্য কিছু জ্বালানীর কাঠ স্তুপ কর।

তাঁরা তাঁর সামনে জ্বালানী কাঠ স্তুপ করেন। তখন তিনি এতে অগ্নি সংযোগ করেন। এক্ষনে তিনি (আমীর) সকলকে অগ্নিকুন্ডে প্রবেশের আদেশ দিয়ে বলেনঃ 'তোমরা এতে প্রবেশ কর। ' ফলে সৈনিকগণ চিন্তাযুক্ত হয়ে পরস্পরকে বাধা দিতে আরম্ভ করলেন এবং বলতে লাগলেনঃ "আমরা তো আগুন থেকে বাচাঁর জন্যই রসুল (সঃ) এর কাছে ছুটে গেছি। " তাঁদের ইতস্ততঃ করতে করতেই আগুন নিভে যায় এবং আমীরের ক্রোধও প্রশমিত হয়।

এ সংবাদ রসুল (সঃ) এর নিকট পর্যন্ত পৌছায়। তিনি বলেনঃ "যদি তোমরা উক্ত জ্বলন্ত হুতাশনে প্রবেশ করতে, তাহলে প্রলয় দিবস পর্যন্ত সেখান থেকে বেরুতে পরতে না। " 'আসলে নেতার নির্দেশ মানতে হয় সৎ ও ন্যায় সঙ্গত কাজে'। বুখারী ২য় খন্ড, পৃঃ ৬২২ । উল্লেখিত হাদীসের আলোকে দেখা যায় যে, নেতার নির্দেশ যদি সৎ ও ন্যায় সঙ্গত কাজে হয় তাহলে মাত্র নেতার আনুগত্য করা অপরিহার্য।

কিন্তু যদি নেতা ও অধিনায়ক শরীয়াত বিরোধী কাজের নির্দেশ দেন তাহলে তা পরিতাজ্য। সে হুকুম ইসলামি শরীয়াত অনুয়ায়ী কোন ক্রমেই মানা যাবে না। মহান আল্লাহ আমাদের উত্তম নেতার আনুগত্যের সুযোগ দান করুন । আল্লাহ মহান।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।