আমাদের কথা খুঁজে নিন

   

২০০৯ সালে বিশ্বজুড়ে সংগঠিত গুরুত্বপূর্ণ ঘটনাবলী



১) ৩ জানুয়ারীঃ গাজাতে স্থল-আক্রমনের সূচনা করে ইসরায়েল। হামাসের রকেট হামলাকে অজুহাত হিসাবে দেখিয়ে, ২০০৮ সালের ২৭ ডিসেম্বর বিমান হামলার মধ্য দিয়ে গাজাতে সামরিক অভিযান শুরু হয়েছিলো। ২) ২০ জানুয়ারীঃ যুক্তরাষ্ট্রের ৪৪-তম প্রেসিডেন্ট হিসাবে বারাক ওবামার শপথ গ্রহন। ৩) ৭ ফেব্রুয়ারীঃ অস্ট্রেলিয়ার ইতিহাসের সবচেয়ে বড় দাবানল শুরু। দাবানলে সরকারী হিসাবে ১৭৩ ব্যক্তির মৃত্যু হয়।

৪) ৪ মার্চঃ দারফুরে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল বশীরের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিন্যাল কৌর্ট থেকে গ্রেফতারী পরোয়ানা জারী। ৫) ৭ মার্চঃ পৃথিবীর মত গ্রহ খুঁজে বের করার লক্ষ্যে নাসার কেপলার মিশনের সূচনা ৬) ৭ এপ্রিলঃ ক্ষমতায় থাকার সময় নিরাপত্তা বাহিনীকে হত্যা ও অপহরণের মত কাজে ব্যবহারের দায়ে পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরীর ২৫ বছরের কারাদন্ড। ৭) ১৮ মেঃ এলটিটিই এর পরাজয়ের মধ্য দিয়ে শ্রীলঙ্কাতে সিকি-শতক দীর্ঘ সশস্ত্র-সংঘাতের আপাত-সমাপ্তি। ৮) ১২ জুনঃ প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগে ধর্মগুরু-শাসিত ইরানে গণ-আন্দোলনের সূচণা ৯) ২৫ জুনঃ মাইকেল জ্যাকসনের মৃত্যু ১০) ২৮ জুনঃ সুপ্রীম কৌর্টের প্রত্যক্ষ মদতে হন্ডুরাসের প্রেসিডেন্ট ম্যানুয়েল সেলাইয়্যা ক্ষমতা থেকে বিতাড়িত ১১) ১৪ জুলাইঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধে গণহত্যার দায়ে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হলেন নাজী-শিবিরের প্রহরী জন ডেমিয়ানিয়ুক (৮৯) ১২) ২২ জুলাইঃ চলতি শতকের দীর্ঘতম সূর্য-গ্রহন। দক্ষিন-পূর্ব এশিয়াতে ছয় মিনিট ৩৯ সেকেন্ড ধরে গ্রহন দেখা গেছে।

১৩) ২০ অগাস্টঃ লকারবি বিমান হামলা দায়ে ১৯৮৮ সাল থেকে কারাবন্দী থাকা আব্দেল বাসেত আলী মোহাম্মদ আল মাঘরাইকে মুক্তি দেয় স্কটল্যান্ড। মাঘরাই ক্যান্সারে আক্রান্ত। ১৪) ২৪ অগাস্টঃ প্রায় দুই বছরের মাথায় টিভিতে দেখা গেলো সুস্থ-সবল ফিদেল ক্যাস্ত্রৌকে। ১৫) ৮ সেপ্টেম্বরঃ ট্রাউজার্স পরার দায়ে সুদানে মামলার হাত থেকে অবশেষে নিষ্কৃতি পেলেন লুবনা হুসেইন। সুদানে ট্রাউজার্স পরার দায়ে নারীকে দোররা মারার বিধান চালু আছে।

১৬) ১৭ সেপ্টেম্বরঃ জর্জ বুশ আমলে গৃহীত পূর্ব ইউরৌপে মিসাইল ডিফেন্স সিস্টেম গড়ে তোলার বহুল-বিতর্কিত পরিকল্পনা বাদ দেয়ার ঘোষণা বারাক ওবামার। ১৭) ১৮ সেপ্টেম্বরঃ আধুনিক চীনের উপরে প্রভাব সৃষ্টিকারীদের তালিকার দ্বাদশ-স্থানে রবীন্দ্রনাথ ঠাকুর। ১৮) ২৫ সেপ্টেম্বরঃ সেইন্ট পিটসবার্গে জি ২০ সম্মেলন। ১৯) ৩ নভেম্বরঃ বেলজিয়ামের প্রধানমন্ত্রী হ্যারমান ভ্যান রমপে ইউরৌপীয়ান কাউন্সিলের প্রথম স্থায়ী প্রেসিডেন্ট হিসাবে মনোনীত। টনি ব্লেয়ার এ-পদটি পাবার জন্য ব্যাপক চেষ্টা চালিয়েছিলেন।

২০) ১৯ নভেম্বরঃ শেখ মুজিবুর রহমানের খুনীদের মৃত্যুদন্ড বহাল বাংলাদেশের সুপ্রীম কৌর্টে। ২১) ২৪ নভেম্বরঃ ১৯৯২ সালে সুপরিকল্পিতভাবে বাবরী মসজিদ ধ্বংস করা হয়েছিলো - লিব্যারহান কমিশনের প্রতিবেদন ২২) ১৭ ডিসেম্বরঃ যীশু খৃস্টের জন্ম-বৃত্তান্ত নিয়ে নতুন ব্যাখা-সহ একটি বিলবৌর্ড স্থাপন করে সেইন্ট ম্যাথু-ইন-দ্য-সিটি চার্চ অফ অকল্যান্ড। বিলবৌর্ডে জৌসেফ ও মেরীকে একই শয্যাতে দেখানো হয়েছে। কুমারী অবস্থায় মেরীর কর্তৃক যীশুকে জন্ম-দান সংক্রান্ত প্রচলিত খ্রীস্টীয় ধারণাকে চ্যালেঞ্জ জানায় অকল্যান্ডের চার্চটি। ২৩) ১২ ডিসেম্বরঃ যে-ভাবেই হোক ইরাক আক্রমন করতাম-জানালেন টনি ব্লেয়ার।

সৌজন্যে: ইউকেবেঙ্গলি। সকল ছবির জন্য এখানে ক্লিক করুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।