আমাদের কথা খুঁজে নিন

   

দশ শ্রেণীর লোক অত্যাচারী



হজরত সুফিয়ান ছাওরী (রহমাতুল্লাহী আলাইহী) বলেন, দশ শ্রেণীর লোককে অত্যাচারী রূপে গণ্য ১। যে নিজের জন্য দোয়া করে কিন্তূ দোয়া করার সময় নিজের পিতামাতা ও অন্যান্য মুসলমানদের কথা ভুলে যায়। ২। যে প্রতিদিন অন্যূন কোরআনে পাকের একশ আয়াত পাঠ না করে। ৩।

মসজিদে যায় কিন্তূ অন্ততঃ দু রাকাত নামাজ না পড়ে বেরিয়ে আসে। ৪। যে কবরস্হানের পাশ দিয়ে গমন করাকালে কবরবাসীর প্রতি সালাম করে না এবং তাদের জন্য দোয়াও করে না ৫। যে জুময়া বারে শহরে আসে কিন্তূ জুমায়ার নামাজ না পড়ে চলে যায়। ৬।

সেই নর নারী যাদের মহল্লায় কোন আলিম আসেন কিন্তূ তারা তার কাছে গিয়ে দ্বীনী ইলম শিক্ষা করে না। ৭। সেই দু ব্যক্তি যারা আ্ল্লাহর সন্তোষ লাভের জন্য পরস্পর মহব্বত রাখে কিন্তূ একে অপরের পরিচয় জিজ্ঞেস করে না। ৮। শরীয়ত সমর্থিত কোন অনুষ্টানে যাকে দাওয়াত দেয়া হয় কিন্তূ সে গমন করে না।

৯। সে যুবক স্বাধীন হওয়ার সও্বে ও দ্বীনী শিক্ষা ও আদব আখলাক শিখে না। ১০। যে নিজে পেট ভরে আহার করে কিন্তূ অনাহারী প্রতিবেশীর খবর নেয় না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।