আমাদের কথা খুঁজে নিন

   

সাই ফাই ইবুক বের হচ্ছে (দুয়াপ্রার্থী পোস্ট+ অল্পস্বল্প নুটিশ+আপডেট)

কত কিছু যে করতে চাই, তবুও কিছু করতে না পারার দায়ে মাথা খুঁটে মরি ।

ইয়াপ, অবশেষে সম্পাদক সাহেব আমারে জানাইলো ই বুকের কাজ প্রায় শেষ। যেহেতু আমি তার কোন কাজেই হেল্প করি নাই, আর সে ইবুক নিয়া ইজিলি বিজি তাই আমি তার পক্ষ হইতে আপডেট পুস্ট মারলাম। আপনাদের সবারই নিশ্চয়ই খেয়াল আছে আমরা নতুন বছরের শুরুতে সব ব্লগারদের গিফট হিসেবে একটা সাই ফাই ই বুক পাবলিশ করতে যাচ্ছি। এখানে থাকবে জনপ্রিয় বহু সাই ফাই লেখকদের সব আনকোরা নতুন লেখা আর থাকছে ২০০৯ এর সমস্ত সাই ফাই এর কালেকশন।

এক পর্ব পড়তে যেইয়ে আরেকপর্বের কথা যারা ভুলে যেত, তাদের আর চিন্তা নাই। সিনিয়ার ব্লগার পারভেজ ভাই আছেন সম্পাদকের দায়িত্বে। আমড়া কাঠের ঢেঁকি টেকনিকাল কাজ করতে আগায়া আসে। টেকনিকাল যা করার সব কিছু সেই-ই করছে। আর আমি সেটুকুই করছি, যেটুকু আমি পারি(মানে, ম্যাসেঞ্জারে উৎসাহ দিছি, এর বেশি কিছু পারি না)।

শেষ মুহূর্তে যারা যারা আরও লেখা দিতে চান, তারা চট জলদি ম্যাসেজ পাঠান এই নাম্বারে(!!!)। আরও একটা কথা আছে। লেখক পরিচিত জন্য আলাদা পেইজ রাখা হবে। যারা লেখা দিয়েছেন, তারা যদি একটু কষ্ট করে নিজেদের লেখক পরিচিতিতে কী থাকবে, সেটা বলে দেন তাহলে ব্যাপারটা খুবই সুন্দর হবে। ঢেঁকির ভাষায়, "আরে XXX , নাম মেইল আইডি দিলেই হইবো! গুছায়া বলবানা? মানে লেখকদের নিয়ে বইয়ে যেই কথা লেখা থাকে, মানে কই পড়, কী কর, জীবনের মটো এই সব অল্প কথায়।

" আর কিছু বলার নাই। সবাই দুয়া কইরেন যেন ইবুক ঠিক মত বের হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।