আমাদের কথা খুঁজে নিন

   

গান: রাতে আপেল-ঘ্রাণে তুমিআমি

শঙ্খপাপ আমার

=========================== আপেল-ঘ্রাণে ম্রিয়মান হয়ে গেছে বাকি সব হেমন্ত হেমন্ত স্মৃতিতে ঘুমঘুম পানের বরজে রাতের ছায়া লুকোচুরি খেলে অক্লান্ত ক্লান্ত ঘর আছে নিঝুম আপেলে অটুট থাকে স্পর্শের লিপি, নরম অক্ষর এক কালি ও পাঁচ কলমে আঁকি আপন স্বাক্ষর হাতে যদি তোলা একটি সিঁড়ির অবয়ব অবয়ব আমার জানে মালতীর গন্ধ সব আপেল গঠনে মেঘ আছে থোকা থোকা চাঁদের ভস্ম কার কাড়ে নজর মৌনতার ঘরে দু'জন রই চুপচুপ পানের বরজে জেগে উঠি ঝুপঝুপ খানিক ভোরে এসব দেখি একা একা জড়িয়ে থাকে রোদের চাদর =========================== ২৬/১১/২০০৯

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।