আমাদের কথা খুঁজে নিন

   

ধুর শালা চল মরে যাই

বেঁচে থেকেও আমি মৃত; কিছু না লিখতে জেনেও কবি............

দিনদিন আজ বেশ কয়েকটা দিন ধরে বারবার কেন যেন বাচাঁর সাধ হারিয়ে ফেলছি! সকালে ঘুম থেকে জেগে যে স্বপ্নটা নিয়ে পথে নামছি রাতে ঘুমুতে যেতে হচ্ছে তাকে গলা টিপে হত্যা করে বাহ্ তারপরেও সন্ধ্যাতে অস্পরী যুবতীর কাঁধে ভর করে পাড়ি দেয়া কতশত সাগর নদী যদি এইবার; ধরো শেষবার তার অযতনে থাকা ভালোবাসাগুলো ভূলে গিয়ে মরে যাই গলায় ফাঁস দিয়ে! পথের খোঁজে ফুল বেঁচা কেশহীন যুবতী না চিনেই হাত ধরে টান দেয় থতমত প্রহসনের অস্পৃষ্টতায় হাঁক দেয় ধুর শালা চল মরে যাই একবার; এই শেষবার। (হঠাৎ করে যদি মস্তকহীন লাশটা দেখতে পাও পথে; ক্ষমা করো)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।