আমাদের কথা খুঁজে নিন

   

থার্টি ফার্স্ট নাইট জমবে মুম্বাইয়ে!

পরে বলবো

থার্টি ফার্স্ট নাইট এবার জমবে মুম্বাইয়ে! কারণ দায়িত্বশীলদের অনুমতিÑ মুম্বাইয়ে নাচ-গান-ফুর্তি করা যাবে ভোররাত ৫টা পর্যন্ত। ভারতের আর কোনো শহরের জন্যই এমন অনুমতি নেই। সাধারণ সময়ে মুম্বাইয়ে রেস্তরাঁয় পান করা যায় রাত সাড়ে ১২টা পর্যন্ত। থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে এক নোটিশে সাড়ে ৩ ঘণ্টা সময় বাড়িয়ে দেয়া হয়েছে। শুধু তাই নয়, লাউড স্পিকারে গান বাজানো যাবে রাত ৩টা পর্যন্ত।

অবশ্য এজন্য আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সংশ্লিষ্ট দফতর থেকে লাইসেন্স নিতে হবে। তা না হলেই সর্বনাশ। পুনেতে অবশ্যা দেড়টা পর্যন্ত আনন্দ করার সময় নির্ধারিত হয়েছে। দিল্লির পুলিশ বেরসিক। রাত ১০টার মধ্যেই সেখানে উচ্চস্বরে গান-বাজনা বন্ধের নির্দেশ দিয়েছে।

ব্যাঙ্গালোরে নাচানাচি করা যাবে রাত ১টা পর্যন্ত। অবশ্য পর্যটকদের জন্য বর্ষবরণের জন্য মোক্ষম স্থান গোয়া। তবে রাস্তাঘাটে বেসামাল হওয়ার সুযোগ নেই কোথাও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।