আমাদের কথা খুঁজে নিন

   

২০০৯ এর র‌্যাপআপ ফটুব্লগ

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

নানান ঘটনা দূর্ঘনটার মধ্য দিয়ে এই বছর শুরু হয়েছিল। আজ যখন বিভিন্ন সময়ে মোবাইলে তোলা ছবিগুলোর দিকে চোখ বুলাচ্ছিলাম তখনি স্পষ্ট হয়ে যে বিষয়টা ধরা দিল তা হল, আমার জীবন এখন ব্লগ আর ব্লগারদের নিয়ে একাকার। এরই ধারাবাহিকতায় ব্লগ-সাধারন জীবনে কি কি নতুন বিষয় যুক্ত হয়েছে তা নিয়েই এখনকার র‌্যাপ-আপ ফটুব্লগ।

এই বছর শুরু হয়েছিল একটা জরুরী বিষয় রুটি-রুজির সংস্থান হবার মধ্য দিয়ে, ফলে হাঁপানীর জন্য গান শুনবার চিকিৎসা করাতে হয়নি। তবে এখন পর্যন্ত সেই চাকুরীতে বহাল থাকতে যেয়ে আমার হাঁপানী হবার দশা। তবে সে ক্ষেত্রেও ব্লগ নানাভাবে সহায়তা করেছে। ব্লগাররাও। ধন্যবাদ সবাইকে।

এ বছর জুড়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল ব্লগারদের মুহুর্মুহু সফল আড্ডা এবং খানাপিনা। এ বছরে খানাপিনা এতটাই সংক্রামক ছিল যে শামীম বিশেষ উপাধীতে ভূষিত হবার খুব কাছ থেকে ঘুরে এসেছেন। তার খাদ্য কেন্দ্রীক এত ছবি পোষ্ট হয়েছে যে এর পরিবর্তে এই ছবিটা অনেক মিনিংফুল হবে বলে মনে হয়। মানে শুধু শুধু কেবল শামীমের দোষ দেয়া যে ঠিক নয় সেটার জন্যই এই ছবি। ব্লগারদেরও পাওয়া গেছে বিভিন্ন অরক্ষিত মুহুর্তে....খুবই পার্সোনাল মুড এও যেমন ছবি তোলার ক্ষেত্রে আমরা ছাড়িয়ে যেতে পেরেছি সকল বাধা।

এমনকি এই রোমান্টিক মুডেও পাওয়া গেছে কাউকে কাউকে... আবার নিয়ম ভাঙ্গতে যেয়ে এক্কেবারে হাতে নাতে ধরা খেয়েও আমার হাসপাতাল আমার হাসপাতাল বলে চিৎকার করতে দেখা গেছে কাউকে কাউকে.. সারা বছর জুড়ে রাজনৈতিক পরিস্থিতি জনগণের জমানো আশা পূরণ করার বদলে বরং অনেক ক্ষেত্রেই অদ্ভুত ট্রাকের পিঠে চলে গিয়েছে... দেখা দিয়েছে সেই পুরোনো সিনড্রোম....সমস্তটা ভ'রে গেছে সেনানীদের ভক্তিতে... তেল গ্যাস থেকে শোক সভা...সবখানেই.. সারাবছর জুড়ে সরকারের সময়ের খেলাধূলায় হাসপাতালে যাওয়ার উপক্রম হতে হয়েছে সাধারণ মানুষজনদের ডিজিটাল বাঙলাদেশ আর ডিজিটাল সময় হয়ে উঠেছে দাবী দাওয়ার প্রতীক যদিও এসবের মধ্যেও স্থানীয়ভাবে ঈদ মোবারক জানানোর চেষ্টার অভাব ছিল না কোন... মিলি জাকারিয়া টু এলাকার যুবক ভাইরা সবাই যেভাবে পারছেন ঈদ মোবারক জানিয়ে গেছেন.... গরুর দাম নিয়েও হয়েছে বিয়াপক টানাটানি, কিন্তু শেষ পর্যন্ত কেউ কাউকে পোষ মানাতে পারেনি... সর্বোপরি বৃহৎ কিছু অসামঞ্জস্যতা রয়ে গেছে সবখানেই.... বিশেষ করে এদের মধ্যে এ জাতীয় দালালদের দেখা গেছে একত্রে মত বিনিময় করতে গায়ের জোরে দাম্পত্যের কথা আমাদের বলতে চেষ্টা করেছে এবং করে যাচ্ছে অনেকেই... তাদের আহবানেই একত্রে দেখা গেছে এমন দুজনকে যাদের একত্রে দেখার কথা আমি ভাবতেও পারি নি... এ কারণেই এদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে শংকা প্রকাশ করেই শেষ করতে হচ্ছে। রাজনৈতিক অর্থনৈতিকভাবে এদেশের মানুষজন এখনো পুল সিরাতের উপরেই দাঁড়িয়ে....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।