আমাদের কথা খুঁজে নিন

   

পেন ড্রাইভ ব্যবহারে যত ভিতী এবং দুশ্চিন্তা?????? পেনড্রাইভকে এনটিএফএসে ফরম্যাট

"In dying we are born to eternal lifeand fly as bird over the sea" " মৃত্যু মাত্রই আমরা জন্মি এক অমর জীবনে এবং সমুদ্দুর পথে উড়তে থাকি পাখিদের মতন। " www.deshbidesh.tk
ফ্লাশ / পেন ড্রাইভ খুবই কাজের একটা বাহন। তবে আমরা এটি ব্যবহার করতে নারাজ কারন, একটা কথা প্রচলিত আছে এটি হলো ভাইরাসের জনক অর্থাৎ ভাইরাস ছড়ানোর অন্যতম বাহন হলো পেন ড্রাইভ। কথাটি একেবারে মিথ্যা নয় কিন্তু আপনি যদি একটু সতর্কতার সাথে এটি ব্যবহার করেন তবে ভয়ের কারণ নেই। ১।

পেন ড্রাইভ ব্যবহারের সময় যখন পিসি তে লাগাবেন তখন আপনার পিসির সিস্টেম এটাকে ডিস্ক (রিমুভেবল) ড্রাইভ হিসেবে চিনিয়ে দিবে। এ সময় কি বোর্ড থেকে Ctrl+Shift চেপে ধরুন। তাহলে আর অটোরান হবে না। ২। ওপেন উইথ ডায়ালগ বক্স ক্যন্সেল করুন।

৩। মাই কম্পিউটার ওপেন করুন। ৪। কখনোই ভাইরাস মুক্ত করার পূর্বে পেন/ফ্লাস ড্রাইভটি ডাবল ক্লিকে খুলবেন না। ৫।

এ জন্য Tools-Folder Options-View সিলেক্ট করুন যে ডায়ালগ ব´ হতে Show hidden files and folders এর ঘরে টিক দিন এবার Hide extensions for non file types এবং Hide protected operating system files (Recommended) এ বক্স দুটির টিক মার্ক উঠিয়ে দিন এ্যপ্লাই করুন একটি শতর্ক বার্তা দেখাবে এটি ওকে করুন। ওকে করুন। ৬। এর পর ফোল্ডারে ক্লিক করুন। বাম পার্শ্বে যে ডায়ালগ বক্স আসবে এখানে সিঙ্গেল ক্লিকের মাধ্যমে আপনার পেন ড্রাইভটি খুলুন।

এবং ডান পার্শ্বে লক্ষ্য করুন পেন ড্রাইভে কোন (সন্দেহযুক্ত) হিডেন ফাইল আছে কিনা, অথবা আপনি হিডেন করেন নাই এমন কোন অযাচিত হিডেন ফাইল অথবা .exe যেটা কোন সেটআপ ফাইল নয় সে সকল হিডেন ফাইল রাইট ক্লিক করে কি বোর্ড থেকে Shift চেপে ডিলিটে ক্লিক করুন। ৭। যদি কোন রেজিষ্টার্ড/নরম্যাল এ্যন্টিভাইরাস ব্যবহার করেন তবে। পেন ড্রাইভটি একবার স্ক্যান করে নিন। ৮।

সবচেয়ে ভালো হয় যদি আপনি ইউ এস বি ডিস্ক সিকিউরিটি কি সহ ব্যাবহার করেন তবে আর কোন সমস্যা হবে না। এটি ইন্টারনেট থেকে ও ফ্রি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড লিঙ্কঃ http://www.zbshareware.com/download.html তবে ফ্রি ভার্সনে কেমন কাজ হবে তা বলতে পারব না। আপনি সফটটি ব্যবহার করতে না পারলে উপরের টিপস অনুসরন করুন। ৮।

এর পর পেন ড্রাইভটি নিশ্চিন্তে ব্যবহার করুন। ৯। প্রথম আলো থেকে নেয়া একটি টিপস দিলামঃ ভাইরাসের আক্রমণ থেকে পেনড্রাইভের সুরক্ষার জন্য পেনড্রাইভ কখনো সরাসরি Open অথবা Explore করে না খুলে My computer-এ গিয়ে Address Bar থেকে Drive Letter লিখে ( যেমন L হলে L ) পেনড্রাইভ খুলুন। এ ছাড়া Tools/Folder Options-এ গিয়ে View অপশন থেকে Show Hidden Files and Folders, Hide Extensions for known File Types, Hide Protected Operating System Files চেকবক্সে টিক চিহ্ন দিয়ে হিডেন সিস্টেম ফাইল শো করুন এবং কোনো সন্দেহজনক হিডেন (*.exe) ফাইল পেলে মুছে ফেলুন। পেনড্রাইভে autorun.inf নামে একটা ফোল্ডার (ফাইল নয়) তৈরি করে রাখুন।

ফলে এর জায়গায় autorun.inf ভাইরাস নিজস্ব ফাইল তৈরি করতে পারবে না। --খালেদ মাহমুদ খান সরাসরি প্রথম আলো লিঙ্কঃ Click This Link পেনড্রাইভকে এনটিএফএসে (NTFS=New Technology File System)ফরম্যাট করা (আমরা সবাই জানি কোন ড্রাইভ ফরমেট করলে ড্রাইভটিতে থাকা সকল তথ্য/ডাটা মুছে যায়। এজন্য এটি করার পূর্বে পেন ড্রাইভ হতে প্রয়োজনীয় ডাটা ব্যাকআপ নিয়ে নিন। ) আমরা সাধারনত পেন ড্রাইভকে ফ্যাট৩২ (FAT32=File Alocation Table32) ফাইল ফরম্যাটে ফরমেট করে থাকি। কিন্তু আপনি আপনার পেন ড্রাইভটি এন টি এফ এস (NTFS=New Technology File System) ফরম্যাট করতে চাচ্ছেন।

আমরা সাধারনত অন্য সকল ড্রাইভ যে ভাবে ফাইল ফরম্যাট পরিবর্তন করি এটি সেভাবে হবে না। এজন্য- মাই কম্পিউটার ওপেন করে পেন ড্রাইভের উপর রাইট মাউস করে Properties Hardware - এ গিয়ে পেনড্রাইভ নির্বাচন করতে হবে। এর পর Properties Policies থেকে Optimize for Performance নির্বাচন করে Ok পুনরায় Ok করুন। ব্যাস আপনার পেন ড্রাইভটি এন টি এফ এস এ পরিবর্তন এখন করতে পারবেন। এর পর যখন পেন ড্রাইভ ফরম্যাট করবেন তখন এই অপশনটি পাবেন।

রাইট মাউস টু পেন ড্রাইভ সিলেক্ট ফরম্যাট। ক্লিক ফাইল সিস্টেম সিলেক্ট এন টি এফ এস (NTFS) ক্লিক ফরম্যাট। ব্যাস আপনার পেন ড্রাইভটি এন টি এফ এস (NTFS) ফাইল সিস্টেমে ফরম্যাট হয়ে গেল।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।