আমাদের কথা খুঁজে নিন

   

ছোট বাচ্চাকে নিয়ে কোথাও যেতে হলে কি কি সাথে নিবেন

আমার ব্যক্তিগত ব্লগ

আপনার শিশুটিকে নিয়ে কোথাও যেতে হলে কি কি সাথে নিবেন? কারন ও সব সময়ই ওর জামা কাপড় নষ্ট করছে, বার বার ক্ষুধা লাগছে, চুপ করে এক জায়গায় থাকাটা পছন্দ করে না। অনেককেই দেখেছি ছোট বাচ্চা নিয়ে কোথাও যেতে চান না, এতো যন্ত্রনা পোহানোর ভয়ে। তবুও দরকার হলে, মাঝে মাঝে নিয়ে বের হতেই হয়। ক) ধরে নিচ্ছি আপনার বাচ্চা বেশ ছোট, সে যখন তখন প্যান্ট নষ্ট করে ফেলে। এক্ষেত্র সব সময় ডায়াপার পরিয়ে নিবেন, সাথে এক্সট্রা কয়েকটা নিবেন, যাতে পথে পায়খানা করলে বা খুব ভারি হয়ে গেলে (প্রসাব দিয়ে) বদলে দিতে পারেন।

সেই সাথে নিবেন ছোট রাবার ক্লথ, যেখানে ওকে শুইয়ে বদলাবেন, ওয়েট পেপার (মুছে দেবার জন্য), লোশন বা পাউডার (মুছে লাগাবার জন্য)। প্লাস্টিক/পলিথিন ব্যাগ (ভেজা কাপড় রাখার জন্য)। খ) বাচ্চা যে কোন সময় জামা নষ্ট করে ফেলতে পারে, এজন্য কয়েক সেট বাড়তি জামা নিতে হবে (বাচ্চা বড় হবার সাথে সাথে এসব বাড়তি কাপড়ের পরিমান কমতে থাকবে)। গ) বাচ্চা যদি ফিডারে দুধ খায় তাহলে ফিডার সব পরিস্কার করে, শুকিয়ে তাতে যে কয় চামচ দুধু খায় সেটা ভরে নিবেন। আর ফ্লাক্কে নিবেন কুসুম গরম পানি।

খাবার সময় হয়ে বোতলে পরিমান মতন পানি ভরে বোতল ঝাকিয়ে খেতে দিবেন। বাচ্চা যদি বাটিতে চামচ দিয়ে খায় তো ছোট ছোট টিফিন বক্সে দুধ, বা সিরিয়াল, চিনি নিবেন সেই সাথে বাটি চামচ। ঘ) সব সময় মোছামুছির জন্য পর্যাপ্ত পরিমানে টিস্যু বা পাতলা কাপড় সাথে রাখবেন। ঙ) দরকারি ওসুধ সাথে রাখবেন। যেমন নরসল, ফেট ফাপার সিরাপ ইত্যাদি।

এর প্রয়োজন বাচ্চা বড় হবার সাথে সাথে কমতে থাকবে। এরপরও একেক বাচ্চা ছোট বেলায় একেক রকম হয়, কোন কোন বাচ্চার জন্য চুশনি, খেলনা, বাচ্চা রাখার কেরিয়ার সাথে রাখতে হয়। অথবা অন্য কোন প্রয়োজনীয় জিনিস। এটা বাচ্চার বাবা মাকে আন্দাজ করে সাথে নিয়ে নিতে হবে। চ) সর্বোপরি বড় ব্যাগ যেখানে সব কিছু জায়গা হয়ে যাবে।

কোন কোন ছোট ব্যাগে অনেক ছোট ছোট জায়গা থাকে যেখানে একেক খোপে একেকটা জিনিস জায়গা হয়ে যায়। এরকম ব্যাগ যা সহজেই বহন করা যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।