আমাদের কথা খুঁজে নিন

   

বছর শেষের মনো-দৈহিক কবিতা


সরসিজ আলীম_এর কবিতা বিকেলের পথটি হাওয়ায় নাচছে পাতারা হাওয়ায় দুলছে লতাটি নাচতে নাচতে দুলতে দুলতে চলে গেলো বিকেলের পথটি আমাদের হাত নিশপিশ করে বাদামের খোসায় নিজের হাত আমরা ধাঁরালো দাঁতে কামড়ায় একসময় একসময় লেগে আসে নিজেদের দাঁত-কপাটি বিকেলের পথটি আমাদের বাড়া ভাতে ছাই আমাদের পাকা ধানে মোদের মই দিয়ে যায় একসময় একসময় হাতের তালুতেই নিজের পুকুর কাটি সেই পুকুরের ঘাটে মোরা একলা জেগে রই একলা রাতে পুকুর জলে সাঁতার একা কাটবই পুকুর জলে ভাসতে ভাসতে ভিজে যায় বিছেনপাটি হাওয়ায় নাচছে পাতারা হাওয়ায় দুলছে লতাটি রূপসীদের কোমরে গড়িয়ে চলে বিকেলের পথটি একলা জলে একলা পুকুরে একলা ভাসো আহা রাজহংসীটি ১২.০৫.২০০৯, ঢাকা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।