আমাদের কথা খুঁজে নিন

   

"জাগরণ বা স্বপ্নভঙ্গ" - একটি কবিতা

jeet_infinite

"কে জানত এমন হবে... সকালবেলা তবে ঘুম থেকেই উঠত না সে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে ওটা স্বপ্ন ছিল!! এত সুন্দর তার জীবন ছিল সেখানে - পূর্ণতা আর সন্তুষ্টি একটা ছোট্ট সুন্দর বাসা.. ও কি!!... বাসাটা কেমন অসম্ভব মনে হচ্ছে কেন.. তিনতলার ওপরেই না ফ্ল্যাট টা? তবে কিরকম স্বর্গের কাছে মনে হচ্ছে এখন। আর উপরে ওঠার সিঁড়িটাই বা কোথায়.. তাছাড়া এই শহরে অমন সুন্দর বাসাও কি সম্ভব? দূর ছাই... তখন কিছুই মনে হয়নি তার। খুব সুন্দর আর সম্পূর্ণ ছিল জীবনটা.. ছিল ভালবাসা। আর সে... উফ... কিভাবে সম্ভব তা?? বলছিল সে.. "কাল সকালেই কিন্তু বাবাকে দেখতে যাচ্ছি আমরা" এও কি সম্ভব? মেয়েটির বাবাকে দেখতে যাওয়া তো দূরের কথা.. মেয়েটিরই তার সাথে থাকার কথা নয়। এখন এমনই শতেক যুক্তি মাথায় আসছে.. কি দুঃখে যে ঘুম থেকে উঠতে গেল সাত সকালে.. স্বপ্নটাই সুন্দর ছিল।

যা সব সুন্দর তাকে প্রশ্নবিদ্ধ না করেই মেনে নেয়া যেত.. অথচ জেগে ওঠামাত্রই শতেক যুক্তির তরবারি.. আর সুন্দরের অপসারণ। । এ যেন জাগরণ নয়, কেবলই স্বপ্নভঙ্গ!!" (পরিমার্জিত) ***৩ মাস আগে প্রথম এটা লিখেছিলাম,কাউকে পড়তে দিই নি। তাই আজ উন্মুক্ত করে দেওয়ার আগে সামান্য কলম (কীবোর্ড) চালালাম,তবুও কিরকম বোকা বোকা মনে হচ্ছে। আসলে আমি কবিতা ঠিকমত বুঝি ও না,ভাল ও বাসি না।

তবুও,যেহেতু এটা লেখা হয়ে গেছে কোনমতে,তাই মুছে না ফেলে একটু পরিমার্জন করা গেল - এই আর কি!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।