আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ হাই কমিশন, কানাডাঃ হৃদয়ে বাংলাদেশ

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে

আমার বৌ কিছুদিন যাবৎ প‌্যান-প‌্যান করছে মেয়েরে নিয়ে দেশে যাবে ঘুরতে...মেয়ের বয়স ৪ মাস পেরলো মাত্র...বললাম কিছুদিন অপেক্ষা করতে..ফলাফল আমার ড্রয়িং রুমে রাত্র যাপন খোজ খবর করলাম কেমনে কি করতে হয়....মেয়ের কানাডিয়ান পাসপোর্ট করতে লাগবে ২০$, ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, সময় সপ্তাহ। ফি জমা দেওয়া যাবে ক্রেডিট কার্ড অথবা ক্যাশে। ভালো কথা...যেহেতু বাংলাদেশে যাবে মেয়ের পাসপোর্টে বাংলাদেশ হাই কমিশন থেকে একটা নো ভিসা সিল লাগবে...সাথে আমার অথবা আমার বৌয়ের পাসপোর্টে এন্ডোর্স করতে হবে বাচ্চার নাম-ধাম। প‌্যাচেঁর শুরু এইখানেই! নো ভিসা সিলের জন্য ফি ৮০$, ছবি লাগবে পাসপোর্ট সাইজ (যেটার সাইজ আলাদা) এবং স্ট্যাম্প সাইজ (যেটা এখানকার স্টুডিও ওয়ালারা করতে চায় না, অপরিচিত সাইজ বলে)...টাকা পাঠাতে হবে পয়সা খরচ করে মানি অর্ডার অথবা সার্টিফাইয়েড চেকে। সাথে রেজিস্টার্ড ফেরৎ খাম দিতে হবে। আর এন্ডোর্সমেন্টের জন্য ৬৪$ ছবির কাহিনী সেম!! আর সময়!!?? কিছুদিন আগে একজন করালো বললো ২ মাসও লাগতে পারে আমাদের হাই কমিশন নিয়ে অনেক গল্প প্রচলিত আছে কানাডাতে (অন্য দেশেও নিশ্চয়ই আছে)...এরা কানাডাতে থেকেও বাংলাদেশী প্রথা জারি রেখেছে... এইসব কাহিনীর পর আমার মনে হয় আর ড্রয়িং রুম থেকে বেড রুমে ফেরৎ যাওয় হলো না আর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.