আমাদের কথা খুঁজে নিন

   

আমার দুই ছেলেকে কোথায় ভর্তি করাবো



যে বেতনে চাকরী করি তাতে সংসার চালাতে কষ্ট হয়। এখন শুরু হয়েছে স্কুলে ভর্তি যুদ্ধ। জানিনা পৃথিবীর কোন দেশের শিশুরা ভাল স্কুলে ভর্তি হওয়ার জন্য এমন যুদ্ধে অবতীর্ন হয় কিনা। শিশুরা লেখা পড়া করবে এটা তাদের অধিকার। অথচ একটা শিশুর বয়স যখন ছয় সাত বছর হয় তখনই তাকে ভর্তি পরীক্ষা দিতে হয়।

ক্লাশ ওয়ানের ভর্তি পরীক্ষায় যে সব প‌্রশ্ন করা হয় তার উত্তর আমাদের দিতেই কষ্ট হবে। ওরা কিভাবে উত্তর দিবে। আবার উত্তর দিতে পারলো কী পারলো না তা বুঝারও উপায় নেই। কারণ কোন স্কুলেই ভর্তি পরীক্ষার খাতা দেখানো হয় না। কে কী লিখেছে তা জানার উপায় নেই।

অথচ পরীক্ষা শেষে স্ব স্ব স্কুলে মেধা তালিকা টানানো হয়। যার রোল সেখানে থাকে সে কামিয়াব। যার রোল নেই তার কিছু জানার অধিকার নেই। আমার শিশুপুত্র ধন আসলেই খাতায় কিছু লিখেছে নাকী পুরো দুঘন্টা পরীক্ষা র হলে বসে আঙ্গুল চুসেছে তা বোঝার ক্ষমতা কারও নেই। সে যাই হোক এখন আসল কথায় আসি।

আমি আমার ছেলেকে সরকারি স্কুলে ভর্তি করাতে চাই। কিন্তু সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা তার ভাল হয়েছে কী হয়নি তা আমি জানি না। বেসরকারি স্কুলের যে খরচ তাতে আমার মতো নাদানের বেতন ভাতা আর সব খরচ মেটানো সম্ভব হবে না। তাহলে আমার ছেলেরা কী শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে। এ রাষ্ট্র ওদের জন্য কি কিছুই করবে না।

কেন এই ভর্তি যুদ্ধ। সবার জন্য ভাল স্কুলে পড়ার সুযোগ করে দেওয়ার দায়ীত্ব কার। আপনারা কেউ বলতে পারবেন। ভর্তিযুদ্ধ আর ভর্তি বাণিজ্য নিয়ে আরও একটা পোস্ট দেবার আশা করছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।