আমাদের কথা খুঁজে নিন

   

বিঙ্গাপন বিড়ম্বনা !!!



বউয়ের পিড়াপিড়িতে নাটক দেখতে বসলাম । ধারাবাহিক নাটক - ধুপছায়া । ০৯: ৩০ এ শুরু হওয়ার কথা । অনেক অপেক্ষার পর ০৯:৫০ এ নাটক শুরু হল । শুরু করতেই ০৩ মিনিট শেষ ।

তারপর ৪/৫ মিনিট দেখানোর পর শুরু হলো এ্যাড । এ্যাডের অত্যাচার চলল টানা ১৫ মিনিট। এরপর ১০/১২ মিনিট দেখানোর পর শুরু হলো খবর । ততক্ষনে আমার ধৈর্য্য হারিয়ে আমি মোটামুটি বেজায় বিরক্ত । মনে মনে ঠিক করলাম আর নয় এই অত্যাচার ।

বাংলা সিরিয়াল গুলোর এখন এই হাল । শুধু টিভিতেই নয় এ অবস্হা চলছে আমাদের সমাজের সর্বত্র । সর্বত্র চলছে বিঙ্গাপনের ডামাডোল । গুনগত মান ভূলে আমরাও ছুটছি বহূল প্রচারিত এই সব পণ্যের পিছে । আমরা ছুটছি আত্মপ্রচারের দিকে ।

কখনো কি ভেবে দেখেছি এর দীর্ঘমেয়াদী ফলাফল কী ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।