আমাদের কথা খুঁজে নিন

   

"মা" ও দু ফোটা অশ্রু

নিজেকে হয় নাই চেনা

চরম ব্যস্ততার কারনে বেশ কিছুদিন মা’র সাথে কথা হয় না। দিন কিভাবে আসছে আর যাচ্ছে ব্যস্ততার কারনে টেরই পাচ্ছি না। আজও অনেক কাজ করলাম। নতুন আগত ছাত্রদের নিয়ে প্রোগ্রাম হল। খাদ্য বিভাগের দায়িত্ব শেষে ক্লান্ত স্রান্ত দেহ নিয়ে রুমে ফিরে এলাম।

পাশের রুমের মালয়েশিয়ান ছাত্রটি সাপ্তাহিক ছুটি পেয়েই বাড়ির পথ ধরেছে ঠিক জুমার নামাজের পর। ক্লান্তিজনিত কারনে আর কিছুই করলাম না। লাইট নিভিয়ে দিয়ে মৃদু আওয়াজে গান ছেড়েদিয়ে বিছানার নাগাল পেতে কাতর দেহটা ছেড়ে দিলাম বিছানায়, আহ কি সে শান্তি!! ধীরে ধীরে ক্লান্তি যখন নেমে এল একথা ওকথা ভাবতে ভাবতে মনে পড়ে গেল মায়ের কথা। গানের কথা গুলো আমাকে স্পর্স করার ক্ষমতা আর রাখে কই? সে বেজে চলেছে তার আপন মনে যা আমার মন মগজে কোন ভাবেই প্রবেশ করতে পারছে না। কারন সেখানে যিনি অবস্থান করছেন তার সাথে এসব গান গুলো শুধুই ফালতু প্যচাল।

মাকে খুব দেখতে ইচ্ছে করছে। ইচ্ছেটা এতই বেশি যে ভাষায় প্রকাশ করার মত নয়। কিন্তু ইচ্ছের সাথে সামর্থের এত দন্দ্ব কেন আল্লাহ তৈরী করে দিলেন তার ব্যাক্ষ্যা এই মুহুর্তে আমার কাছে চাইনিজ ভাষার চেয়েও দুর্বোদ্ধ। তবে এতটুকু কিন্তু ঠিকই হাড়ে হাড়ে টের পাচ্ছি যে, অতি ছোট্ট এই “মা” নামের বস্তুটি ঐ মহানের এক মহা সৃষ্টি, যার একুল ওকুল খুজে পাওয়ার মত নাবিক আজও পয়দা হয়নি এবং পয়দা যে ভবিষ্যতে হবেনা তা আমি পুরোভাগে নিশ্চিত। যাহোক মাকে দেখার ইচ্ছেটার “দুধের সাধ ঘোলে মেটানোর” জন্য বিছানা ছেড়ে উঠলাম।

ল্যাপ্টপের হাজার ফাইলের মাঝ থেকে মায়ের ছবিটা বের করে তাকিয়ে রইলাম এক পলকে। পৃথীবির সকল সন্তানের কাছে তার মায়ের ওই মুখটির নিষ্পাপ, শ্রদ্ধেয়, প্রেমময় ও মমতাময়ী অন্য আর একটি মুখের উদাহরন কি কোথাও আছে? খুজে দিতে পারবেন কেউ আমাকে? গোটা বিশ্বের প্রতিটি বালু কনিকায় খুজে দেখুন, আমি বাজি ধরছি, পাবেন না, কোত্থাও পাবেন না। মাকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে কপল বেয়ে নোনা পানির ধারা বেরিয়ে এল টেরই পেলাম না অনেক্ষন। মাগো!! তোমার জন্য দোয়া করি, বেঁচে থাকো ছায়া হয়ে আমার তোমার কোলে দিশে হারা আমি খুজেপাই শান্তির আধার আমার সবটুকু শ্রদ্ধা ও ভালোবাসা থাকলো তোমার পদ তলে যেথায় রেখেছেন বিধাতা মোর প্রত্যাশিত জান্নাত সাজিয়ে তুমি বেচে থাকো শান্তির আবহে বেচে থাকো খোদার রহমে তোমার জন্য বিধাতার রহমত হোক বরাদ্ধ………………… দোয়াটা শেষ না হয়ে চলুক আমৃত্যু

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।