আমাদের কথা খুঁজে নিন

   

৩ ঘন্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ ৩ ঘন্টা পর স্বাভাবিক হয়েছে। ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার সদর রসুলপুর থেকে রাজাপুর রেল স্টেশনের মাঝে গাজীপুরে ট্রেনের চাকা লাইনচ্যুত হয়েছিলো। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার এ দুর্ঘটনায় চট্টগ্রাম-ঢাকা,চট্টগ্রাম- সিলেট রুটের ট্রেন চলাচল বন্ধ ছিলো।

রেলওয়ে কুমিল্লার উর্ধ্বতন সহকারী প্রকৌশলী হামিদুল হক জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী ৮১০নং ডাউন কন্টেইনারবাহী ট্রেনটির একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়। এতে কুমিল্লা রেল স্টেশনে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী শশীদল স্টেশনে, চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস লাকসাম স্টেশনে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা ট্রেন নাওটি স্টেশনে আটকা পড়েছিলো। লাকসাম ও আখাউড়া থেকে উদ্ধারকারী ২টি ট্রেন এসে উদ্ধার কাজ সম্পন্ন করার পর দুপুর সোয়া ২টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।