আমাদের কথা খুঁজে নিন

   

২০০৫/০৬-এ তোলা একটি ছবি : বান্দ রোড



এই সড়কটির নাম বান্দ রোড। চলাচলের নির্মিত বরিশালের প্রথম রাস্তা এটি। ১৮০১ সালে ব্রিটিশদের তৈরী লাল ইট সুড়কীর এই সড়কটির কালের বিবর্তনে আজ এই রুপ। এটি মূলত কীর্তনখোলার তীর ঘেষে শহর রক্ষা বাঁধ হিসেবে নির্মিত হয়েছিল। পরে সড়ক হিসেবে ব্যবহার শুরু হলে ব্রিটিশরা এর নাম দিয়েছিল ষ্ট্রান্ড রোড। এর পাশে লাগানো এই পাম গাছগুলোও সেই দুই শ বছর আগে ব্রিটিশদের হাতে লাগানো। এই বান্দ রোড-এর গল্প আরেক দিন শোনাবো। এখন বলুন, ছবিটি কেমন লাগলো...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।