আমাদের কথা খুঁজে নিন

   

প্রকৃতি ও ব্যথার বর্ণনা



প্রকৃতির সংগে সেই কবে থেকে অবিচ্ছেদ্য হয়ে আছি: = যাবতীয় কান্তির পর অমিত অবহারের সান্ত্বনার মতো = যাবতীয় পরিশ্রমের পর একখন্ড ঠান্ডা বরফের মতো = যাবতীয় অপ্রাপ্তির পর একঝাঁক পায়রার পরিতৃপ্তির উড়ালের মতো এবং প্রকৃতির সংগে সেই কবে থেকে উন্নিদ্র হয়ে আছি আমি! তাছাড়া এখনতো সম্পৃক্ত হয়েছে নিষেক ও নীলিকা এবং বেদনার মতো অন্ত্র-নাশক-নার, বিরতিহীন বীতিহোত্র। বস্তুত প্রকৃতি এবং আতীব্র ব্যথার মতো এতো আপন আর কেউ হয়নারে!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।