আমাদের কথা খুঁজে নিন

   

চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মহিলা সাংবাদিকের মামলা দায়ের.



চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মহিলা সাংবাদিকের মামলা দায়ের কোর্ট রিপোর্টার : তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার চৌধুরী মঞ্জুরুল কবীর, আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল হক ও পুলিশের এস,আই নজরুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর আদালতে গতকাল মঙ্গলবার দৈনিক খবরের একজন মহিলা সাংবাদিক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বাদীনি মহিলা সাংবাদিক আদাবর থানার শেখের টেকের পিসিকালচার রোডের অধিবাসী। মামলার অভিযোগে বলা হয়, বাদী পেশাগত দায়িত্ব পালনকালে তেজগাঁও জোনের ডিসি চৌধুরী মঞ্জুরুল কবীরের সাথে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে ভালবাসার প্রস্তাব দেয় এবং কুপ্রস্তাব দেয়।

বাদীনি তাতে রাজি না হওয়ায় তাকে এক মিথ্যা মামলায় আটক করা হয়। বাদীনি ঐ মামলায় জামিনে মুক্তি পেলে গত ৭ নবেম্বর ডিসির নির্দেশে এসআই নজরুল ইসলাম বাদীনিকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তার মুখ বেঁধে আদাবর থানার ৩ তলার একটি কক্ষে নিয়ে ডিসি জোরপূর্বক ধর্ষণ করে। ক্যামেরা দিয়ে বিবস্ত্র করে ছবি তোলে। অভিযুক্ত ডিসি চলে গেলে ১০ মিনিট পরে ঐ কক্ষে ওসি ঢুকে বাদীনিকে ধর্ষণ করে।

পরে এসআই নজরুল বাদীনির বিভিন্ন জায়গায় স্পর্শ করে এবং বাদীনির গলার চেইন ও মোবাইল নিয়ে যায়। একপর্যায়ে বাদীনি জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন একটি হিরোইনের মিথ্যা মামলা দিয়ে কোর্টে পাঠিয়ে দেয়। গত ২৩ নবেম্বর বাদীনি জামিনে মুক্তি পান। বাদীনির পক্ষে মামলাটিতে শুনানি করেন এডভোকেট খোরশেদ আলম।

এব্যাপারে কেউ কিছু জানেন কি......... তা হলে বাকী টা জানান..... এর পর কি হল............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।