আমাদের কথা খুঁজে নিন

   

শ্রদ্ধাঞ্জলি,প্রিয় সঞ্জীব'দা

মুন রিভার ...
তুমি ছিলে হঠাৎ তুমি নাই সবাই থাকে,কেউ চলে যায় দূরে তুমি ছিলে হঠাৎ তুমি নাই বোহেমিয়ান নদীর অচীন সুরে... সেই নদীতে ঢেউ ভাঙ্গা তোলপাড় অযুত স্বপ্ন,সহস্র রাত একা রাতপ্রহরীর রাত কাটে না,হায়! হয় না যে আর সূর্য শপথ দেখা... তুমি ছিলে সবুজ ছিলো বনে ফিরে চাওয়া আকাশচারী মেঘে মেঘের ভাঁজে বৃষ্টি এখন তুমি চোখের কোনে বিমুর্ত আবেগে... তুমি ছিলে হঠাৎ তুমি নাই অভিমানী,অনেক পথের দূরে জোছনাগুলো যায় নিভে যায় আজ বিষাদ ছুঁয়ে আমার হৃদয়পুরে।। প্রিয় গীতিকবি সঞ্জীব’দা,
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।