আমাদের কথা খুঁজে নিন

   

''দেশী পন্য ব্যবহার করুন''

SHADOW OF LOVE

বাংলাদেশ বিশ্বের মানচিেএ উন্নয়নশীল একটি দেশ। এদেশের অধিকাংশ লোকেই বিদেশী পণ্যের উপর নির্ভরশীল। নিত্যপ্রয়োজনী বিভিন্ন দ্রব্যসামগ্রী থেকে শুরু করে তাদের অধিকাংশ ব্যবহার্য দ্রব্যই বিদেশী। দেশীপণ্য ব্যবহারের ক্ষেএ তারা একেবারেই উদাসীন। অথচ বিদেশী পণ্যের গুনগত মান কোনরুপ যাচাই না করেই তারা বিদেশী পণ্যে এয় ও ব্যবহার করে থাকে।

এভাবে এদেশের জনগন বিদেশী পণ্যে ব্যবহারের প্রতি ঝুকে পরেছে। বিদেশী বহুজাতিক কোম্পানীগুলো বিভিন্ন পণ্যের সাথে ফ্রি, সুদৃশ্য মোড়ক আর মন ভোলানো বিগ্গাপন দিয়ে আমাদের বিবেচনা শক্তি কেড়ে নিচ্ছে। আর এ দিকে মানসণ্মত পন্য উংপাদন করেও মার খাচছে আমাদের নিজস্ব প্রতিঠ্ঠানগুলো। পক্ষান্তরে উন্নত দেশগুলোর এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের শতকরা ৮৫ ভাগ লোক স্বদেশী পন্য ব্যবহার করছে। তারা দেশের উন্নয়নের কথা বিবেচনা করে বিদেশী পন্য এড়িয়ে চলছে।

তারা কি আমাদের জন্য দৃট্টান্ত হতে পারে না? দেশী পন্য ব্যবহার করলে দেশ শিল্প সমৃদ্ধ হবে,কোটি কোটি ডলার অমদানি ব্যয় বেচে যাবে এবং দেশে কর্মসংস্হানের সুযোগ সৃট্টি হবে। তাই দেশের সকল জনগনের নিকট আমার অনুরোধ আসুন আমরা সকলে মিলে দেশী পণ্য ব্যবহার করে দেশেকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাই। .....................

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।