আমাদের কথা খুঁজে নিন

   

ডি.ডস. এবং ডস - ওয়েবসাইটের সবচেয়ে বড় শত্রু

বেচে আছি আপন শক্তিতে।

ডি.ডস ও ডস এক ধরনের আক্রমন ধারা একটি ওয়েবসাইটকে বন্ধ করার জন্য। ডি.ডস অর্থাত ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অব সার্ভিস এ্যাটাক ও ডস অর্থাত ডেনিয়াল অব সার্ভিস এ্যাটাক। ডি.ডস এ্যাটাকের সময় একটি বড় কম্পিউটার নেটওয়ার্ক একই সাথে অনেকগুলো ইন্টারনেট প্যাকেট্‌স বা ডাটা একটি সাইটে পাঠায় যা যখন সাইটটার সার্ভার আর সহ্য করতে পারেনা সার্ভারটি হ্যাং হয়ে যায়। ডি.ডস ও ডস এ্যাটাক এখন হ্যাকিং-এর চেয়েও বড় অপরাধ হিসেবে ধরে নেওয়া হয়েছে।

ঠিক মত ডি.ডস এ্যাটাক কোন সাইটের ওপর দিতে পারলে, যাইটটি খুব কম সময়ই বন্ধ হয়ে যেতে পারে। আজকাল অনেক হোস্টিং কোম্পানিই বলে যে তাদের কাছে ডি.ডস এ্যাটাকের প্রতিরোধ ক্ষমতা আছে। একটি উদাহরন হল হোস্টগেটর। হোস্টগেটর এখন পৃথিবীর সবচেয়ে অন্যতম ওয়েব হোস্টিং কোম্পানিগুলোর মধ্যে একটি। কিন্তু আসলে, যদি কোন বিশাল নেটওয়ার্ক ডি.ডস এ্যাটাক কোন সাইটের ওপর চালায়, তাকে প্রোতিরোধ করা কোন হোস্টিং কোম্পানির আয়াত্তের বাহিরে।

বটনেট নামের কিছু প্রোগ্রাম দিয়ে একটি নেটওয়ার্কের সাহায্যে ডি.ডস এ্যারাক করা যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।