আমাদের কথা খুঁজে নিন

   

আছি ভুল শ্লোকে মেতে বিভ্রান্ত জন্মে

যে বেসেছে ঝর্ণা ভালো, যে বেসেছে ঝিনুক। তার হাতে আয়ু রেখায় ভীষন রকম অসুখ। ।

ঝরাপাতার কাছে নতজানু তাই; বসন্ত বাতাস যদিও লোভনীয় নৃত্য দেখায় রঙ বিলাসী ত্রস্ততায় মত্ত; তবু ফের সেই পৌষের কাছে পলায়ন। জোনাকগন্ধ গায়ে, শরীরে শিশির কোলাহল।

ফাগুন অমল রূপসী, রূপসীর কাছে চাওয়া নেই প্রেম ভিন্ন। মুখ্যত আছি কৃতজ্ঞতায় - নতজানু ঝরাপাতার কাছে। কে দিতে পারে ভুল শ্লোকের তরে অর্হনিশি পত্রঝরা শোকসভা; অমন; অকরূন আছি ভুল শ্লোকে মেতে বিভ্রান্ত জন্মে এক পৌষ-ভর শরীর স্নায়ুতে ঝরাপাতা ক্রন্দন; জেনেছি এইসব অসহ্য হেমলক। বিঁধে আছি; ঋতু বিভ্রাটে আছি আষ্টে-পৃষ্টে সমান্তরালে হাঁটা পথ; হাঁটি। স্বজ্ঞার তরে; উপলদ্ধির তরে নতজানু আভূমি ঝরাপাতা শয্যায়।

। ২৪/০৩/২০০৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।