আমাদের কথা খুঁজে নিন

   

SearchW3 এখন ওপেন-সোর্স

বেচে আছি আপন শক্তিতে।

এপ্রিল ২০০৯-এ চালু করা সার্চ-ডব্লিউ৩ এখন ওপেন-সোর্স। যে কোন পি.এইচ.পি. ডেভেলপার চাইলেই এখন এই মেটা সার্চ ইন্জ্ঞিন তার মত কাষ্টোমাইজ করে চালাইতে পারবে। এর কোড সম্পুর্ন একটি পেইজে নিয়ে আসা হয়েছে। সার্চ-ডব্লিউ৩-এর টেম্প্লেইট ও লোগো বাদে বাকি বেশির ভাগ ফিচারই এই ওপেন-সোর্স ভারশনটায় আছে। ওপেন-সোর্স করা ভারশনটি হল সার্চ-ডব্লিউ৩ ভারশন ১.০.০ এবং বর্তমান সার্চ-ডব্লিউ৩ ভারশন হল ১.১.১। আপনারা সার্চ-ডব্লিউ৩-এর অনলাইন ভারশন দেখতে পারেন - www.searchw3.net.bd ওপেন-সোর্স ভারশনটি দেখতে যেতে হবে - code.google.com/p/searchw3 আশা করি সার্চ-ডব্লিউ৩ আপনাদের পছন্দ হবে। টেকটোর্নেডো থেকে তাউস

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.