আমাদের কথা খুঁজে নিন

   

ঘষ্টানি



তুই আমারে ঠুকর দিলেরে বান্ধই তুই আমারে ঠুকর দিলে যে গহনে কেঁদে ছিল মন ও ভঙুর পথ হিসাব কষেছি বহু আগে তুই আমারে ঠুকর দিলে তুই আমারে ঠুকর দিলে দিলের কসম, কসম এই দেহের তাবৎ সৌন্দর্য জানে আর জানে আমার জরু কিয়ামত-থক বান্ধাই রবে মিথ্যা-দহন তুই আমারে ঠুকর দিলে, তবু এই কাফিরুন বাঁচিয়া রবে তোর লাগি তোর যাতনার লাগি তুই তো আচলই জানিস আর কিছু নয় এই দেখ বহু আগে খুলেছি আমি অন্তরবাস কোনো দাগ নেই ঝলমলে আঙুর-বেদানার চাষ শুকে দেখ, এক মুঠো ঘ্রাণ পছিনায় লেগে আছে চাপা উল্কার দাঁত ঘষ্টানি আমায় ভীত করেনি কোনো কালে তবু তুই আমারে ঘষ্টানি দিলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.