আমাদের কথা খুঁজে নিন

   

ডিসটার্বড; বিশৃংখলার ভূমি

My scars remind me that the past is real, I tear my heart open just to feel........

ইংলিশ রক ব্যান্ড জেনেসিস-এর জন্ম ১৯৬৭ সালে, এখনও টিকে আছে, শুধু তাইনা, ১৯৬৭ সালের তিন মেম্বার এখনো আছেন ব্যান্ডে। তাঁদের ১৯৮৬ সালের এলবাম 'ইনভিজিবল টাচ'। এলবামের দুইটা গান সেবছর নাম্বার ওয়ান সিঙ্গেলসে পরিণত হয়, তবে সবচেয়ে আলোচিত হয়, ল্যান্ড অফ কনফিউশন সিঙ্গেলসটি, এর মিউজিক ভিডিওর জন্য। গানটি লিখেছিলেন ব্যান্ডের গীটারিস্ট রাডারফোর্ড, লিরিকস ছিল সদ্যগত স্নায়ুযুদ্ধের উপর রচিত। টুলের ভিডিওর সাথে আমরা অনেকেই পরিচিত তাদের স্টপ-মোশন মিউজিক ভিডিওর জন্য, এদেরটাও ছিল কাছাকাছি, তবে তখন ব্যবহৃত হয়েছিল পাপেট।

ব্যাপক এয়ারপ্লে পায় মিউজিক ভিডিওটি এম.টিভি.তে। অথবা: http://www.youtube.com/watch?v=XCcHxZXVHGM গানটি ২০০৫সালের টেন থাউসেন্ড ফিস্ট এলবামে কভার করে, আমেরিকান মেটাল ব্যান্ড ডিসটার্বড। রক গানটিকে তারা দেয় অল্টারনেটিভ মেটাল চেহারা। তাদের গানটির মিউজিক ভিডিওটা সুপারহিরো টাইপের ক্যারেক্টার এবং যুদ্ধ সংক্রান্তই থাকে। সিঙ্গেলসটি রিলিজ হয় ২০০৬ এর অক্টোবরে, এবং নাম্বার ওয়ান সিঙ্গেলসে পরিণত হয় নভেম্বরে, মোট তিন সপ্তাহ থাকে।

জটিল হয়েছে কম্পোজিশনটা। দেখুন ডিসটার্বডের ল্যান্ড অফ কনফিউশন- অথবা: http://www.youtube.com/watch?v=u6KXgjLqSTg ডিসটার্বডের কভার ভার্সনের এমপিথ্রী ডাউনলোড লিংক: Click This Link দুইটা দুই টাইমের জন্য জোস, তবে আমার কাছে কভার ভার্সনটাই বেশি ভাল লেগেছে। বি.দ্রঃ আমার নিয়মিত মেগাসিরিয়াল,মেগাসিরিয়াল: ঢাকা কলেজ এবং আমরা... এর পাঠকদের উদ্দেশ্য বলছি, পরের পর্ব দুয়েকদিনের মধ্যেই এসে যাবে। কাজের চাপ এবং মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত বিধায় আজ লিখতে পারলামনা। সঙ্গেই থাকুন।

ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.