আমাদের কথা খুঁজে নিন

   

হাইকু জোকস-২

আবজাব বিষয়বস্তুর ব্লগ এটি। ভালো কিছু খুঁজে সময় নষ্ট করবেন না।

জাপানি ভাষায় হাইকু মানে দু'এক লাইনের কবিতা। দু'এক লাইনের কবিতা হলে দু'এক লাইনের জোকস হতে দোষ কী? সেই সূত্রে 'হাইকু জোকস' মানে দু'লাইনের জোকস। : কি আছে এর মধ্যে? কই আমার মুখে কোনদিন সিগারেট দেখেছো? : সিগারেট খেতে হলে মুখ বন্ধ করতে হয়, বিয়ের পর থেকে আজ অব্দি সেটা করতে পেরেছো।

: জগাইকে কেন নিমাই বলে ডাকি জানিস ও রোজ আমায় নিম গাছের ডাল এনে দেয়। : এবার থেকে তাহলে আপনাকে জাম গাছের ডাল এনে দেব স্যার আপনি তখন আমাকে... : তুমি কোন তালটা ভালো বোঝ? : হরতাল। : খোকা আমি তোকে ৫০ টাকা দিলে তুই সবার প্রথমে কি করবি? : সবার আগে দেখব, তোমার দেয়া নোটটা আসল না নকল, কারণ ঠকানোই তো তোমার অভ্যাস। : বল তো পিলার বানান করতে দুই এল (L) না এক এল (L) লাগে? : একটা L দিলেও চলে কিন্তু দুইটা L দিলে পিলারটা মজবুত হয়। : মিলন বলত, জবরদস্তি মানে কি? : স্যার, জবর দখল করা বস্তি হচ্ছে জবরদস্তি।

: আজকাল ছেলেরা মেয়েদের মতো লম্বা চুল রাখছে, ওরা কি চুল ছাঁটতে পারে না? : কী করে ছাঁটবে বলুন? দেখছেন না চারদিকে ছাঁটাই চলবে না আন্দোলন চলছে কী রকম। : জ্যোতিষী ও রাজনৈতিক নেতার মাঝে মিল কি? : একজন হাত ধরে কথা বলেন। আরেকজন হাত নেড়ে কথা বলেন। কিন্তু তাদের কথার বেশির ভাগই ভবিষ্যতের সাথে মিলে না। : ঘোড়ার ডিমে তা দিলে কি হয়? : ডিমের কিছু হয় না।

তবে যে তা দেয়, সে গাধা হয়। : দেখেছ, পাশের বাসার ভদ্রলোক যখন অফিসে যান, তখন তার স্ত্রী কি সুন্দরভাবে গাড়ির দরজা খুলে দেয়। : তা তো দিবেই। কারণ ভদ্রলোকের বউ এবং গাড়ি দুটোই যে নতুন। : বায়ুমণ্ডল কাকে বলে? : মণ্ডল পাড়ার উপর দিয়ে যে বায়ুটা বয়ে যায় তাকেই বায়ুমণ্ডল বলে।

সংগৃহীত আগের পর্ব (যারা মিস করেছেন)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।