আমাদের কথা খুঁজে নিন

   

আমি কি আর আগের মতো হতে পারবো!!



ব্যাপারটা এরকম হতে পারে আগে কখনও ভাবি নাই। আজ ফারিহান মাহমুদের ’বর্ণনায় নারী পুরুষ’ লেখাটি পড়তে পড়তে স্বদেশ সিনহা-র মন্তব্যে চোখ আটকে গেল। সিনহা সাহেব মন্তব্য করেছেন- মেয়েদের হার্ট এটাক হয়না, কারণ নাকি তাদের হার্টই নেই। উত্তরে লেখক বলেছেন- কথা সত্য। মেয়েরা তাদের হার্ট ছেলেদের দিয়ে দেয়, আর তাতেই ডবল হার্টের ঝক্কিতেই ছেলেদের হার্ট এটাক হয়ে যায়।

ভাইরে, আমার কাছে যে হার্ট তাইলে চারটা। আমার বউয়ের আর আমাদের দু'মেয়ের মোট তিনটা, আর আমার একটা। হায় হায়, আমি কী করি! আমার যে মাঝে মাঝে ঘাম দিয়া জ্বর ছাড়ে তার কারণ কি এইটা! আসলেই তো, এত স্পেয়ার হার্ট রাখলেতো নিজের হার্টের জন্য জায়গা কমে যাওয়ারই কথা। এই জন্যই কি মাঝে মাঝে আমার বউ আমাকে বলে- তুমি আমাদের জন্য আর আগের মতো ফিল করোনা। মেয়েরা অবশ্য এখনো বলেনা, তবে বলতে কতণ! কথাতো সত্য।

অন্যের হার্টের জন্য জায়গা দিতে গিয়া নিজের হার্টের জন্য জায়গা কমাইয়া দিলে পুরনো পরিমানে ফিলিংতো থাকার কথা না। এবার আমি বুঝলাম, স্পেয়ারগুলোর যত্ন নিতে নিতেই তো নিজের অরিজিনালের খোঁজ নেয়ার সময় পাই নাই। আর সেকারণেই ফিলিং এর লো-রেজোলিউশন। কিন্তু রেজোলিউশন বাড়ানোর উপায় কী? তাহলে কি বউকে আর মেয়েদের বলবো সেই গানের মতো করে- ফিরিয়ে নাও, তোমারি হার্ট তুমি ফিরিয়ে নাও, এভাবে চলতে পারেনা.............. ডাক্তার ভাইজান অথবা হার্ট এঞ্জিনিয়ার কিংবা ফিজিওলজিস্ট বা সহৃদয় কোন বন্ধু যদি থাকেন আশে পাশে, আছে আপনাদের কোন পরামর্শ! বলতে পারেন, আমি কী করবো এখন! আমি আবার আগের মতো হতে চাই। ফিলিংসহ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।