আমাদের কথা খুঁজে নিন

   

এক সেকেন্ড !!!



এক সেকেন্ড ! একটু দাঁড়া। আজ সময় ডিঙিয়েছে আকাশ সাতরঙা প্যাঁচারা উপনিবেশ গড়েছে আকাশের উঠোনে; কবিতার চিতার ভিতরে। সারস আজ ছুঁয়েছে ডাঙা, ভাঙা চাঁদে আজ আলোর আনাগোনা। ডানা আজ বিদ্রোহ করে আগুন জ্বলে রঙের গভীরে। অবশিষ্ট ছ'খানা চিঠি পৌছেছে আজ ডাঙার থেকে দূরে। আয়, তোকে খুব আদর করে পৌছে দিচ্ছি জন্মের ওপারে, ঘরের কাছেই অব্যবহৃত ফাঁস কৃপণ মন বড্ড হতাশ, দঁড়ি টেনে শুধু গলায় পরে পৌছে যাচ্ছিস জন্মান্তরে। এই সুযোগ শেষ আলিঙ্গনের, রক্ত কিছু ছলকে পরে বুকের থেকে চোখের জলে। কিসের এত ভাবনা তোর? ঘরের কাছেই মৃত্যুর দোর; একলাফে যা সহস্র হাত, বর্বাদ? হলে হোক। তবুও তো মৃত্যুর স্বাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।