আমাদের কথা খুঁজে নিন

   

১টি মিনি ব্লগাড্ডা সংক্রান্ত ধন্যবাদমূলক পোস্ট

:)

দেশে এসেছি ৩ সপ্তাহের বেশী। যাবার সময়ও হয়ে গেলো। মূলত আমার সাথে আলাপ পরিচয় করার জন্য একটা গেট টুগেদারের ব্যবস্থা হলো আজকে বুয়েট ক্যাফেতে। অনেকেই আসলো। কাকভূষুন্ডি, তনুজা, রেজোয়ান শুভ, ফারহান, মেহরাব, এপু, মুক্ত বয়ান, বোহেমিয়ান কথকথা, অদ্রোহ, শিট সুজি, রোহান, হিমালয়, লংকার রাজা, নাহিন, সিউল, আরিফুল তুহিন, আমড়া কাঠের ঢেকি... কত নাম বলবো।

আমি জানি অনেকের নাম বাদ পড়েছে। (আড্ডার এক পর্যায় গোপন জরীপ করে ২০ জনের বেশী পাইলাম)। ইচ্ছে থাকা স্বত্তেও আসতে পারেনি ক-খ-গ, রাকিব, শামসীর, শয়তান। অনেকের নামপরিচয় জানলাম। আড্ডার বিষয় ব্লগের প্যাচাল, দেশের রাজনীতি, বু্যেটের বদনাম, পেশাগত পরিকল্পনা কিছুই বাদ ছিলো না।

তবে বুঝলাম আমি অনেক বুড়া, অথবা এরা সব পোলাপাইন। আডডার ব্যবস্থা করার জন্য কাউয়া, মুক্ত, তনুজা, এপুকে বিশেষ ধন্যবাদ। এরকম একটা কিছু করার জন্য কাউয়া ৩ সপ্তাহ ধরে লেগে আছে। কচ্ছপের মত কাউয়াও যে কোন কিছু ধরলে ছাড়ে না, তা জানতাম না। এই ছেলের হবে।

বুয়েটে প্রায়ই ব্লগাড্ডা করে মুক্ত প্রমাণ করেছে, ও বর্ন ম্যানেজার। ওকে যাতে পাশ করার পর সরাসরি ম্যানেজার পদে চাকরি দেয়া হয় এ ব্যাপারে ওর ভবিষ্যত এম্প্লয়ারের কাছে আকুল আবেদন জানায় রাখলাম। মানুষের সবচেয়ে দামী/দুর্লভ রিসোর্স হল সময়। আমি ছুটিতে, আর কেউ তো না। আমার সময় আছে, অন্যদের নেই।

সবাইকে ধন্যবাদ চাকরী/পড়াশোনা/সংসারের মাঝে সময় বের করার জন্য। কোনতো দরকার ছিলোনা। কোন কারণ না থাকলেও কিছু মানুষ হঠাৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরী করে, এটাই মনে হয় কমিউনিটি ব্লগিংয়ের মজা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।