আমাদের কথা খুঁজে নিন

   

মন সহজে কি সই হবা....



গুরু লালন সাইয়ের দারুন ভক্ত। শুধু শুনিই না বোঝার চেষ্টাও করি। অল্প অল্প.... আর আমাদের সমাজ বাস্তবতায়ও তার কথা গুলৌ এত সুন্দর ভাবে মিলে যায়!! বলার ভাষা থাকে না। তেমনি একটা গান-- মন সহজে কি সই হবা?? চিরদির ইচ্ছা মনে - আল ডেঙ্গায়ে ঘাস খাবা... মন সহজে কি সই হব।। কি অদ্ভু ভাবে যেদিকে মিলাতে চান দেখূন মিলে যায়!! ব্যক্তির লোভ, গুপ্ত বাসনা, সমাজািক অসঙ্গতির ফছেনর কারণ... রাজনীতির ভোলাবালা চালের আড়ালে... সেই একই রহস্য...... আর তাই মন করে গুনগুন...... মন সহজে কি সই হবা??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।