আমাদের কথা খুঁজে নিন

   

আবাহনী-মোহামেডান ফাইনাল !



এক সময় ফুটবলে এই শিরোণামটি ছিলো প্রবল রোমাঞ্চকর ! এখন সে রামও নেই সে অযোধ্যাও নেই। ফুটবলের সে সুদিন বাংলাদেশে নেই। আজ ইস্পাহানী চা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের নিজেদের শেষ ম্যাচে নেমেছে দু'দল। যে জিতবে সে-ই চ্যাম্পিয়ন ! অতএব এটা ফাইনালের মতোই। আপডেট: আবাহনী ২৫২/৫ ( ৪৬ ওভার) তবে মোহামেডানের জন্য একটা বাড়তি সুবিধা আছে।

ম্যাচ টাই হলে কিন্তু মোহামেডান চ্যাম্পিয়ন। আরো একটা মজার হিসাব আছে আজ যদি আবাহনী হারে আর নিজেদের ম্যাচে বিমান জেতে সেক্ষেত্রে আবাহনীকে চলে যেতে হবে তৃতীয় স্থানে। আবাহনী সুপারলীগের আগে মোহামেডান থেকে পিছিয়ে ছিলো। মোহামেডানের অপ্রত্যাশিত পরাজয় আর আবাহনীর জয়রথ চালু থাকায় লীগের এই ম্যাচটি চিরকালীন মহারণে রূপ নিয়েছে। এই ম্যাচে আবাহনী জিতলে টানা চতুর্থবারের মতো শিরোপা জিতবে।

আর মোহামেডান জিতলে কাটবে তাদের টানা ৮ বছরের শিরোপাখরা। স্বাধীনতা উত্তরকালে আবাহনী এবারের আগে শিরোপা জিতেছে ১৬ বার (দু'বার যুগ্ম-চ্যাম্পিয়ন) আর মোহমেডান শিরোপা জিতেছে ৮ বার ( একবার যুগ্ম-চ্যাম্পিয়ন) । দেখা যাক আজ কি হয় ? টসে জিতে আবাহনীর অধিনায়ক সাকিব আল হাসান (জাতীয় দলের অধিনায়ক) ব্যাটিং নিয়েছেন। বলেছেন ২৫০ রানের বেশী করলে সেটা ডিফেণ্ড করতে পারবেন। মোহমেডানের দলনেতা খালেদ মাসুদ পাইলট (জাতীয় দলের সাবেক অধিনায়ক) বলেছেন, টসে জিতলে তিনি বোলিং নিতেন।

ফলে টসে হারলেও তিনি যা চেয়েছেন তা-ই পেয়েছেন। শুরুতেই দুই দলনেতার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। এখন দেখা যাক শেষ হাসি কে হাসেন ? সর্বশেষ: আবাহনী ৪ ওভার শেষে বিনা উইকেটে ১৬ রান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।