আমাদের কথা খুঁজে নিন

   

একটি সরল প্রশ্ন: সবার মতামত জানতে চাই

লোকালয়ে মোর আলয়, তবু বাস করি অন্যলোকে

আমার এক বন্ধু- খুব চৌকস ছেলে। ক্যাম্পাসে সবার প্রিয়। আমিও যতদূর চিনেছি তাকে ভালোই মনে হয়েছে। অন্তত চরিত্র নিয়ে কোনো সমস্যা আছে মনে হয়নি। সম্প্রতি তাকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলাম।

তাতে যা দেখলাম, আমার আজন্ম লালিত সংস্কার কেপে উঠেছে। ইন্টারনেটে পর্ণো সাইট প্রদর্শন, পর্ণো ছবি আদান প্রদান ইত্যাদি অনৈতিক কাজে অভ্যস্ত আমার এই বন্ধু। আপত্তিকর নামধারী মেয়েদের সাথে chat করা,আজেবাজে কথা বলা...এসব কি সর্মথন যোগ্য? এসব জানতে পেরে তার পছন্দের মেয়েটি ভীষন কষ্ট পাচ্ছে। ছেলেটি এটাকে গুরুতর দোষ হিসেবে মানতে নারাজ। আমি মনেপ্রাণে ঘৃণা করি এই বিকৃত আচরণ।

সেই বন্ধুটি কে দেখলে আমার ঘৃণাবোধ হচ্ছে। কিন্তু কেউ বলছে ছেলেরা নাকি এমনই হয়! আমি তা জানতাম না। আমি এখন জানতে চাই, আমিই কি বেশি কট্টর পন্থী? আসলেই কী এইসব স্বাভাবিক? আমি সাধারণ জনমত জানতে চাই । এটা কি ক্ষমার যোগ্য?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.