আমাদের কথা খুঁজে নিন

   

মানসিক চাপে মুটিয়ে যায় শিশু

বাংলা ভাষােক ভালবািস শরীরের চাহিদার অতিরিক্ত খাবার খাওয়া, এর বিপরীতে কম পরিশ্রম করা, বেশির ভাগ সময় কম্পিউটারে গেমস খেলা- এগুলোকেই শিশুদের মোটা হয়ে যাওয়ার কারণ হিসেবে বলা হয়। এই তালিকায় আরো একটি কারণ যুক্ত করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, মানসিক চাপও শিশুদের মুটিয়ে যাওয়ার ব্যাপারে ভূমিকা রাখতে পারে। মানসিক চাপে শিশুদের প্রতিক্রিয়া এবং তাদের খাওয়ার পরিমাণের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা এই মতামত দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পেন স্টেট ইউনিভার্সিটি এবং জন হপকিন্স ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা গবেষণাটি করেছেন।

এপেটাইট সাময়িকীর প্রতিবেদন থেকে জানা যায়, বিশেষজ্ঞরা শিশুদের বক্তৃতা দিতে এবং অঙ্ক কষতে বলেন। এর ফলে তাদের মধ্যে কতটা মানসিক চাপ পড়েছে, সেটা নির্ণয় করতে তাঁরা শিশুদের লালায় কোর্টিসল নামের হরমোনের পরিমাণ নির্ণয় করেন। কাজগুলো করতে দেওয়ার আগে ও পরে কোর্টিসলের পরিমাণ মাপা হয়। পরে দুপুরে খাওয়ার পরপরই শিশুদের আবার হালকা খাবার (স্ন্যাকস) খেতে দেওয়া হয়। দেখা যায়, যেসব শিশু মানসিক চাপে বেশি প্রতিক্রিয়া দেখিয়েছে, তাদের লালায় কোর্টিসলের পরিমাণ বেশি।

আর ক্ষুধা না থাকলেও তারা অন্য শিশুদের তুলনায় বেশি খায়। এই বাড়তি ক্যালরির কারণে তারা মোটা হয়ে যায়। তাই পর্যবেক্ষণ শেষে বিশেষজ্ঞরা সিদ্ধান্ত টেনেছেন, শিশুর ওপর মানসিক চাপ তার মোটা হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ায়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.