আমাদের কথা খুঁজে নিন

   

জামাত-শিবিরের মুসলমানিত্ব!

(ছবিঃ জামাত-শিবিরের দীক্ষা-গুরু মওদুদী) জামাত-শিবির ও তাদের আধ্ম্যাতিক গুরু মওলানা মওদুদী ইসলাম ধর্মের ব্যাপক কিছু মূল বিষয় নিজেরা গড়ে নিয়েছে ও তার দ্বারা তারা আজ তক আসল ইসলাম ধর্মকেই অস্বীকার করে বসে আছে! এ ব্যাপারে বিখ্যাত দেওবন্দ মাদ্রাসার প্রখ্যাত আলেম ও শিক্ষক মুফতি মুহাম্মদ সাইদ পালানপুরীর (রঃ) মন্তব্য বিশেষ প্রনিধান যোগ্য! এই মন্তব্য থেকেই বোঝা যায় জামাতীরা কি কিসিমের ধর্মপরায়ন! শান্তির ধর্ম ও পূর্নাঙ্গ জীবনমূখী ধর্ম ইসলাম ধর্মকে রাজনৈতিকরনে মওদুদী ও তার শাকরেদদের জুড়ি মেলা ভার, ক্ষমতার লোভে মওলানা মওদুদী আজ থেকে প্রায় ৭০ বছর আগে ইসলাম ধর্মের যে বিকৃতি ঘটানোর চেস্টা করেন, তার শিষ্য শাকরেদরা আজও সেই বিকৃতির চেস্টায় মরিয়া হয়ে ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে মরিয়া তান্ডব চালাচ্ছে কারন পাকিস্তান ও ভারতে তাদের কল্কে দেবার জন্যে কোন সরকারী মহলকে তারা পায়নি! তারা তাদের আবিস্কৃত “হুকুমতের” জন্যে রাস্ট্রিয় ক্ষমতা চায়! জানিনা বাংলাদেশের কিছু উর্বর মস্তিস্কের রাজনীতিবীদরা, যারা তাদের সমর্থন দিচ্ছেন তারা তা বোঝে কিনা! বিখ্যাত দেওবন্দ মাদ্রাসার প্রখ্যাত আলেম ও শিক্ষক মুফতি মুহাম্মদ সাইদ পালানপুরী (রঃ) অন্ততঃ পাঁচটি বিষয়ে জামাতীদের ইসলাম ধর্ম বিকৃতি চেস্টার বিবরন দিয়েছেন, যা মওদুদী ও তার চ্যালা চামুন্ডাদের মূখোশ খুলে দিতে যথেস্টঃ ১. সমস্ত সাহাবাদের কাজ ও বিশ্বাস সমূহ কি মুসলমানদের জন্যে অনূসরন করা উচিত? -আজ পর্যন্ত জামাতীরা এই প্রশ্নের কোন জবাব দেয় নি, তারা এ ব্যাপারে নিশ্চুপ যা ইসলাম ধর্মের ঘোর পরিপন্থী! ২. মহানবীর ওফাতের পরে সারা মুসলিম উম্মাহ এ যাবত ঐক্যমতে রয়েছে যে মুসলিমদের সম্পুর্ণ দীন এর “কুতুবু রাহাই” আল্লাহ সুবহানাহু তা’আলার সন্তূস্টি, মওদুদী ও তার চ্যালারা তার বদলে চালু করার চেস্টা করেছে বা করে যাচ্ছে “হুকুমতে ইলাহীর বা আল্লাহর হুকুমতের প্রতিষ্ঠা”! এই কারনেই তারা বলে “আল্লাহ’র রাজত্ব বা আল্লাহ’র আইন চাই” যা হযরত মোহাম্মদ (সাঃ) ওফাতের পর আজ পর্যন্ত মুসলিমদের কেউ মুখে আনবারও সাহস পায়নি! ৩. সারা বিশ্বে মুসলিম আলেম-ওলামাদের দ্বারা স্বীকৃত যে, সাহাবায়ে কেরামের বয়ান অনূযায়ী আকিদা, আমল ও তাসাউফ (হাদিস থেকে পাওয়া বিধান যা হযরত জীবরাইল (আঃ) এর সাথে হযরত মোহাম্মদ (সাঃ) এর ইমান ও এহসান সম্পর্কিত আলাপচারিতা থেকে এসেছে) ব্যাতীত ইসলাম কখনও সম্পুর্ন নয়! মওদুদী ও তার শিষ্য-সাকরেদরা এই বিষয় টি পূরো অস্বীকার করে বা অতি বিকৃত করে প্রচার করে থাকে! ৪. মওদুদী পন্থীরা তাদের আবিস্কৃত “আধুনিক ইসলাম(!)” প্রচার করে থাকে, যা নাকি তারা নিজেরাই পবিত্র কূর-আন ও হাদিস পড়ে ও নিজেদের মন-মতো ব্যাখ্যা করে দাড় করিয়েছে! ৫. কেউ নিজ আকল বা বুদ্ধিমত্তা দিয়ে পবিত্র কূর-আনের ও হাদিসের অর্থ বুঝবেন, সেটাই কাম্য, কিন্তু মওদুদী পন্থীদের বয়ান ও প্রচার হলো এই যে পবিত্র কূর-আন ও হাদিস হল তাই যা একজন তার আকল বা বুদ্ধিমত্তা দিয়ে বলে থাকে! মওদুদী কে মুসল মান বলা যায় কি না সেই প্রসঙ্গে বিখ্যাত দেওবন্দ মাদ্রাসার প্রখ্যাত আলেম ও শিক্ষক মুফতি মুহাম্মদ সাইদ পালানপুরীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, হয়তো বা সে মুসলমান, কিন্তু অবশ্যই সে আর তার অনূসারীরা আহলে সুন্নাহ আল জামাহ’র বাইরে! এর সাথে ইংরেজীতেই যোগ করলাম জামাত-শিবিরের সাধের পাকিস্তান সম্পর্কে তাদের ওস্তাদের বক্তব্যঃ THE WORDS OF MAULANA MAUDUDI (http://www.spittoon.org/archives/6885): 1. “The establishment and birth of Pakistan is equivalent to the birth of a beast.” 2. “Muhammad Ali Jinnah’s place is not on the throne of leadership. He deserves to face trial as a traitor.” 3. “There were three actors in the partition of India. Muhammad Ali Jinnah’s performance proved to be most unsuccessful.” 4. “It is haraam to vote for the Muslim League.” 5. “Muhammad Ali Jinnah is the founder of fool’s paradise.” 6. “Pakistan is a fool’s paradise and an infidel state of Muslims.” 7. “Pakistan is filled with millions of robbers, thieves, murderers, adulterers and uncouth wrongdoers.” 8. “An election campaign is a race of hounds.” 9. “The Muslim League is an unrighteous and immoral party that has made our collective environment filthier than the lavatory.” 10. “The Mohajirs are deserters and cowards, who fought a national battle, but when the time came to pay the price, they took the path of escape.” (Bin Ismail, a PTH visitor)  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.