আমাদের কথা খুঁজে নিন

   

মনটা খুবই খারাপ।

ভাল পাঠক, খারাপ লেখক।
মনটা খুবই খারাপ। কাজে আসার আগে মেয়ে কে দিলাম এক থাপ্পড়। এখন কারনটা বলি। বিনা কারণে হাসছিল।

বলার পরও থামছিল না। (এখানে বলে রাখা ভাল আমার ছেলে আর মেয়ে এক জায়গাই হলেই শুরু হয় হাসাহাসি। ) আমারও কেন জানি রাগ হয়ে গেল,দিলাম থাপ্পড়। থাবা খেয়ে যখন ও কাদছিল, আমারও খুব খারাপ লাগছিল। আরও খারাপ লাগে তখন, যখন ওর মা ওকে কোলে নেওয়ার জন্য চেষ্টা করছে, তখন আমার মেয়েটা বলছে,মা আমি তোমার কাছে যাব না, আমি বাবার কোলে যাব।

এখন বুঝেন আমার তখন কি অবস্হা। ( যাদের ছোট বাচ্চা আছে তারা একটু ভাল বুঝবেন। ) বিঃ দ্রঃ লেখাটা একান্তই ব্যাক্তিগত। মনটা একটু হালকা করতে এই লেখা। ধন্যবাদ সকল কে।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।