আমাদের কথা খুঁজে নিন

   

ওই কপালের সিদুর

প্রত্যেক নাস্তিক ও তার নিজস্ব নাস্তিকত্বে আস্তিক,যেমন সকল নাস্তিক ই বলে আল্লাহ নাই ভগবান নাই,আমরা বান্দর থেইক্কা মানুষ হইছি ইত্যাদি কিন্তু এইটাও যে নাস্তিকতার আস্তিকতা সেইটা কি তারা বুঝে!!
ওই কপালের সিদুর আমার বড় সাধ জাগে মুছে ফেলি তোমার ওই কপালের সিদুর যা তোমাকে আমা হতে পর করেছে নিয়ে গেছে সদুর। ধর্মের বাধে কি আর বাধা যায় মন সে শুধু তোমাকে চায় এই আনমনা আনমন। জানি যদিও এই চাওয়া দূর বহু দূর যা শুধু তোমার আমার একমন এক সুর।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।