আমাদের কথা খুঁজে নিন

   

বিদেশে বসবাস কারিরা মাজার মজার শিক্ষা প্রকাশ করুন। দেশে বসবাস কারিগন সেই বিষয়ে মন্তব্য করুন।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

আমরা যারা বিদেশে বসবাস করি, প্রতিনিয়ত আমরা মজার মজার ঘটনার সন্মুখিন হই। যার কোনটা আমাদের অনেক ভাল লাগে, মজাদার ও মনে হয়, তখন মনে মনে অনেক সময় ভাবি যদি আমাদের দেশেও এরকম সম্ভব হতো? আমি চাচ্ছি এই রকম বিষয় গুলোকে একত্র করে সবাই জান অভিগ্যতা অর্জন করা প্লাস সেগুলা নিয়ে একটু আলোচনা করা। আমি মিশড়ের রাজধানী কায়রো শহড়ে থাকি। মিশড় যেমন পুরাণো দেশ তেমনি তাদের ঐতিহ্য ও কম নয়।

আবার অনেক দেশে তাদের বদনামও আছে। তাদের মধ্য থেকে ভাল লাগা বিষয় থেকে একটা হচ্ছে, লোকাল গাড়ীতে ভাড়া প্রদান কৌশল। আপনি কখনো এ দেশের লোকাল গাড়িতে চড়লে প্রথম প্রথমে হতভম্ব হয়ে যেতে পারেন। এখানে সাধারণত দুই ধরনের লোকাল গাড়ি পাওয়া যায়। ১) মাইক্রোবাস।

মাইক্রোবাসে সধারণত ১২জন লোক থাকে। থাকে না কোন হেল্পার। তাই ভাড়া কাটার বিষয় টা পেসেন্জারদেরই করতে হয়। পিছনদিক থকে ভাড়া উঠিয়ে সমনের জনকে দেয়া হয়, সে আবার নিজের ভাড়া সহ তার সামনের জনকে দিয়ে দেন, এইভাবে সকলেই সকলের ভাড়া উঠিয়ে ড্রাইভারের কাছে দিয়ে দেয়। ২) বাস গাড়ি বাস গাড়িতে টিকেট সিস্টেম চালু আছে।

টিকেট নিয়ে একজন হেল্পার পিছেনে চেয়ারে বসে থাকে। যতই পেসেন্জার উঠুক হেল্পার জায়গা থেকে উঠবে না। যাত্রীরা যার যার সীটে বসে যাবে, এবং তার ভাড়াটা পিছনের যাত্রীর কাছে দয়ে দিবে। এই ভাবে, ভাড়া হেল্পারের কাছে চলে যাবে। তখন হেল্পার তার টিকেট ঐ একই নিয়মে যাত্রীর কাছে পাঠিয়ে দিবে।

কারো নিকট ভাংতি না থাকলেও কোন সমস্যা নাই, ১০০০ টাকা পাঠিয়ে দিলেও ৫ টাকা ভাড়া রেখে ঠিকই বাকী টাকা যাত্রীর নিকট চলে আসে। মাঝে মাঝে ভাবি এটা কি আমাদের দেশে একেবারেই অসম্ভব?? আপনি কি বেদেশে আছেন? থাকলে অবশ্যই এইরকম অনেক বিষয় আছে যা আপনাকে আকৃষ্ট করে। সুতরাং প্লিজ একটু কষ্ঠ করে লিখে ফেলুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।