আমাদের কথা খুঁজে নিন

   

ভালো তোমাকে বাসতে গিয়ে বেসেছি তোমার মন

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

ভালো তোমাকে বাসতে গিয়ে বেসেছি তোমার মন শাফিক আফতাব......................... তোমাকে ভালোবাসতে গিয়ে বেসেছি তোমার মন তোমাকে কাছে পাইতে গিয়ে পেয়েছি তোমার গগণ। তোমাকে পাবার ফন্দি একেঁ বন্দি হয়েছি নিজে বর্ষার জলে তোমাকে ভেজাতে নিজেই গিয়েছি ভিজে।

গ্রহণ তোমাকে করতে গিয়ে নিজেই দিয়েছি অনেক শপথ তোমাকে করাতে গিয়ে নিজেই ধরেছি কান । কুড়াল তোমাকে মারতে গিয়ে নিজের পায়েই পেরেক দুঃখ তোমাকে দিতে গিয়ে নিজেরই মন আনচান। পথ তোমাকে দেখাতে গিয়ে নিজেই ভুলেছি পথ প্রেম তোমাকে দিতে গিয়ে ফতুর হয়েছি নিজে । তোমাকে আবার ভুলতে গিয়ে ভুলেছি আমার জগত পর তোমাকে করতে গিয়ে নিজেই বিকেছি লীজে। ভালো তোমাকে বাসতে গিয়ে বেসেছি তোমার মন তোমাকে আবার ভুলতে গিয়ে না ভোলারই কঠিন পণ।

২৯.০৮.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.