আমাদের কথা খুঁজে নিন

   

পাবনায় কথিত 'যুদ্ধাপরাধী' জামায়াত নেতার বাড়িতে হামলা ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুর আইনের শাসন প্রতিষ্ঠায় বলিষ্ঠ উদ্যোগ



পাবনা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতের কেন্দ্রীয় নেতা সাবেক সাংসদ মাওলানা আব্দুস সুবহানের পাবনার বাড়িতে বুধবার বিজয় দিবসের মিছিল থেকে হামলা চালিয়েছে জনতা। আব্দুস সুবহানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় গণহত্যাসহ যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয় জামায়াত এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে। পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুর রহীম ও সেক্রেটারি আবু তালেব মণ্ডল বলেন, দুপুর ১টার দিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ শামসুর রহমান শরীফ ডিলুর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ বিজয় মিছিল বের করে। মিছিলটি আব্দুস সুবহানের বাসার সামনে এসে পৌঁছলে তারা ওই বাড়িতে ঢুকে দরজা, জানালা ও সিড়ির কাঁচ ভাঙচুর করে। অপরাধী যে দলেরই হোক..... এই শালার গর্দভরাই যুগে যুগে মুখে অমিয় বাণী শুধায় আর ডুবিয়ে দেয় সোনার দেশকে.... এই হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী!!!!!!! স্যরি পাতি মন্ত্রী!!!!! এই ঘটনায় পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। পাবনা সদর থানার ওসি মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিছিল থেকে ইট-পাটকেল নিক্ষেপ করা হলেও বাড়িতে কেউ হামলা করেনি। !!!! হামলা ও ইট-পাটকেল নিক্ষেপ খুবই আলাদা ঘটনা জেলা জামায়াতের এক বিবৃতিতে এ হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করা হয়েছে। তবে পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এম সাইদুল হক চুন্নু হামলার ঘটনা অস্বীকার করে বলেন, "এই ঘটনার মধ্যে দিয়ে সাধারণ মানুষের ঘৃণার বহিঃপ্রকাশ ঘটেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/২৩৫৫ঘ.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.