আমাদের কথা খুঁজে নিন

   

৪০০ (নাকি ৫০০!) মিলিয়ন ডলার খরচ করে সবচেয়ে ব্যয়বহুল মুভি এভাটার আসছে ১৮ ই ডিসেম্বর

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে
জেমস ক্যামেরনের নামের পিছনে আছে গত শতকের অনেক কয়টা মাস্টারপিস (টাইটানিক, টারমিনেট এলিয়েন কিংবা এবিস এর নাম করা যায়)...এই ব্যাটা ১৯৯৬ তে এভাটার মুভি করার চিন্তা করে স্ক্রিপ্ট লেখে...কিন্তু সেসময় এই মুভি তৈরি করার টেকনোলজি ছিল না..ফলে দেরী করে এই মুভির আগমন...খরচের দিক থেকে পাইরেটস অব ক্যারিবিয়ান (৩০০ মিলিয়ন$) কে অনেক পিছনে ফেলে প্রচুর হাইপ তৈরি করে ফেলেছে ইতিমধ্যে এভাটার.. ৩ ডি-তে শুধু এই মুভির দৃশ্যায়নের জন্যই বিশেষ ধরণের মুভি ক্যামেরা ডিজাইন করা হয়েছে...দূর মহাকাশের গ্রহ (উপগ্রহ আসলে) না'ভিদের আবাস প্যান্ডোরাতে মানুষের আগ্রাসণ এবং তাদের প্রতিরোধ মুভির মূল থিম... অফিসিয়াল সাইট এবং উইকির সাইটে ঢুঁ মারতে পারেন...আরো তথ্যের জন্য... মুভি ট্রেইলারঃ ৩ডি-তে দেখার জন্য অগ্রিম টিকিট নিলাম....কেমন হয় দেখি! .................... আমার ব্লগে আগে প্রকাশিত
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।