আমাদের কথা খুঁজে নিন

   

ট্রাকচাপায় গণবিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী শিউলি আক্তার গুরুতর আহত

...চিরদিন কাহারো সমান নাহি যায় .... আজ যে বড়লোক কাল সে ভিক্ষা চায়............

ঢাকার সাভারের নবীনগর এলাকায় গতকাল সোমবার ট্রাকচাপায় শিউলি আক্তার নামের একজন ছাত্রী গুরুতর আহত হয়েছেন। তিনি গণবিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তাঁর বাড়ি ধামরাই পৌর এলাকার পাঠানটোলায়। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক সাড়ে তিন ঘণ্টা অবরোধ করে রাখেন এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। এতে ওই মহাসড়ক ও নবীনগর-কালিয়াকৈর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে স্থানীয় সাংসদ ঘটনাস্থলে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কে চারটি গতিরোধক ও একটি ফুটওভারব্রিজ নির্মাণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। রাত ১১টার দিকে গতিরোধক নির্মাণকালে ধামরাই থেকে নবীনগরগামী একটি যাত্রীবাহী লেগুনা কর্মরত শ্রমিক ও শিক্ষার্থীদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে চার শিক্ষার্থী ও তিন শ্রমিক আহত হন। খবর পেয়ে আশপাশের মেসে থাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী ফের মহাসড়ক অবরোধ করে ২০টির মতো যানবাহন ভাঙচুর করেন। তার একটি পা কেটে ফেলা হয়েছে ও পেটেও অপারেশন চলছে।

সবাই দোয়া করবেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.