আমাদের কথা খুঁজে নিন

   

আজও সে কাঁদে

সৃষ্টির রহস্য খুজছি

ববার কাছে মুক্তিযুদ্ধের কথা শুনে শরীরের লোম অস্থীর হয়ে যায়। একদিন বাবা এমন একটি প্রসঙ্গ বললেন যা শুনে অনেক রাত আমি ঘুমোতে পরিনি। ১৯৭১ সালের মে মাসের কথা। আমাদের বাড়ি আগৈলঝাড়ার উত্তর দিক দিয়ে মিলিটারি আসছে দক্ষিনে। ঘরবড়ি জ্বালিয়ে পুড়িয়ে ওরা এগিয়ে আসছে।

খবরটা শুনে সবাই যে যারমত যে অবস্থায় আছে পালাতে শুরু করল দক্ষিনে বিলের মধ্যে। তখন বিলে পানি। পনির মধ্যে দিয়েই সাতার কেটে কেউবা পাটক্ষেতে, ধানক্ষেতে বা হোগলা ক্ষেতে পালালো। বাবার চাচতো বোন। বছর দুয়েক হয়েছে বিয়ে হয়েছে।

কোলে ৬মাসের একটি বাচ্চা। যুদ্ধ শুরুর পরই সে আমাদের বাড়ি চলে আসে। ওই দিন সেও ছুটছিল কোলে ‍বচ্চা নিয়ে। কাতার মধ্যে ছিল তার বাচ্চা। সে দৌড়ে পালালো।

একটা সময় স্থির হল। যখন চোখ স্থির হল তখন চিৎকার করে ছোটছুটি শুরু করল সে। অনেকেই তাকে থামানো চেষ্টা করল। , পরলনা। কারণ তার আদরের বাচ্চাটি কখনযে কতার মধ্যে থেকে পড়ে গেছে টের পায়নি।

শুধু কাতা ধরে এতক্ষন সে ছিল। অবশেষে বাচ্চা পাওযা গেল তবে জীবত নয়। বাবা বলতেন ওই ঘটনার পর আরো কয়েকবার গ্রামে মিরিটারি এসেছিল। কিন্তু একবারও রেবেকা পালায়নি। বারান্দায় নিথর দেহ নিয়ে বসে থাকত।

এখনও সে জীবিত আছে। সেই কথা একদিন তার মুখ দিয়ে শুনতে চেয়েছিলাম। কন্নায় ভেঙ্গে পড়েছিল বিধায় শোনা হয়নি। হয়ত আজও সে কাঁদে.............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।