আমাদের কথা খুঁজে নিন

   

তুই তো শালা মানুষ না!



নরম ঘাসের বুকে পা রেখেছিস বন্ধু কখনও ছুঁয়ে দেখেছ পানির জীবন? পালানের কলমিশাকের গন্ধ শুঁকেছিস কখনও ছোট্ট ডোবার পানিতে ধরেছিস ডানকিনে মাছ আঁজল পেতে ধরেছিস তিতপুটি? ভাবিদের কানমলা যদি তুই না খেয়ে থাকিস তহলে শালা তুই মানুষ হলি কি করে! শালিক ছানার রাঙা ঠোটে দেখেছিস মায়ের আদরের জন্য আকুতি? বাউল দেখেছিস কোন খোলা মাঠের ভিতর দিয়ে বহমান কোন সড়ক ধরে গান গাইতে কোন এক চৈত্রের দুপুরে? তুই শালা কি দেখেছিস? তুই তো মানুষ হতে পারিস নি! তুই তো মাটিকে, মাকে চিনতে পারিসনি! তোকে নিয়ে আমার বড় ভয়।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।