আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নের জলাভূমে সাঁতার-২

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
স্বপ্নে আমি গাই যে শুধু স্বপ্নেরও জয়গান, স্বপ্ন সুখে স্বপ্নে আমার হাসে গায় মন প্রাণ। স্বপ্নে আমার মন মাজারে বসে স্বপ্ন মেলা, স্বপ্নে আমি দূর সাগরে ভাসাই হৃদয় ভেলা। স্বপ্নে আমার প্রাণ বাগানে দোয়েল কোয়েল ডাকে, হাজার ডাকে স্বপ্নে আমি ডাকি যেন তারে। স্বপ্নে আমি পাই যে তারে পাইযে তারই দেখা, স্বপ্নের জোরেই কবি আমি হয় কবিতা লেখা। স্বপ্নে আমি সুখ খুঁজে পাই, স্বপ্নেই পাই দুখ, স্বপ্নের চোখে ভেসে ওঠে অশ্রুভেঁজা মুখ। স্বপ্নে আমার মন বাগিচা রঙিন ফুলে ভরে, স্বপ্নে আমার আকাশ জুড়ে প্রেমের বৃষ্টি ঝরে। স্বপ্নে আমার হয় যে যাওয়া শান্তির শ্রেয় পুরে, স্বপ্নেই আমি বিশ্ব জমিন ভ্রমি ঘুরে ঘুরে। স্বপ্নে আমার আঁধার রাতি আলোর সুখে ভাসে, স্বপ্নে আমার মনের চন্দ্র আকাশ ভরে আসে। স্বপ্নের জলাভূমে সাঁতার-১ Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.